মনিরুল হক, কোচবিহারঃ
পথ দুর্ঘটনায় মৃত্যু হল স্থানীয় এক তৃনমূল নেতার। মৃত ওই তৃনমূল নেতার নাম নকুল চন্দ্র বর্মণ। তার বাড়ি দিনহাটা ১ নং ব্লকের পুটিমারি ১ নং গ্রাম পঞ্চায়েতের জরাবাড়ি গ্রামে।
ওই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। এদিন তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রাক্তন প্রধান তথা বর্তমান তৃনমূল নেতা রফিকুল হক,সুভাষ চন্দ্র বর্মণ,সাইফুল আলি সহ পুটিমারি ১ নং গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় পঞ্চায়েত সদস্য/সদস্যারা সহ আরও অন্যন্যা নেতৃত্বরা।
জানা গেছে, গত শুক্রবার ভেটাগুড়িতে তার শ্বশুর বাড়ি গিয়েছেন। তারপর সেখান থেকে বাড়ি ফেরার পথে ১নং গেট প্রান্তিক বাজার সংলগ্ন এলাকায় আসার সময় পথে এক কুকুর তার সামন দিয়ে আচমকা ছুটে পালানোর সময় হঠাৎ বাইকের নিয়ন্ত্রন হারিয়ে রেলের রেলিং এ ধাক্কা মারে।
আরও পড়ুনঃ চারদিনে দেশজুড়ে প্লাবনে মৃত্যু ১১০
ঘটনাস্থলে তার চারটি দাঁত ভেঙ্গে যায় এবং ব্রেন স্ট্রোক হয়। পরে তাকে উদ্ধার করে কোচবিহারের একটি বে-সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তারপর সেখান থেকে তাকে স্থানান্তর করা হয় শিলিগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
দীর্ঘ ৪ দিন মৃত্যুর সাথে লড়াই করে গতকাল তার মৃত্যু হয়। আজ তার মৃতদেহ সৎকার করা হয়। তার মৃত্যুতে এলাকায় একটা শোকের ছায়া নেমেছে।
স্থানীয় তৃনমূল নেতা সুভাষ চন্দ্র বর্মণ বলেন, তার এই মর্মান্তিক মৃত্যু ঘটনা আমরা মেনে নিতে পারছি না। এত কম বয়সে সে চলে গেল তা ভাবলে গা শিউরে ওঠে। আমরা তার আত্মার শান্তি কামনা করি। দলের পক্ষ থেকে আমরা তার পরিবারের পাশে আছি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584