নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
গতকাল রাতে দক্ষিণ কলকাতার বাঘাযতীন এলাকায় অধিকার কর্মী ও চলচ্চিত্র নির্মাতা দেবলীনা মজুমদার একদল দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন। দেবলীনা ‘ইন্ডিপেনডেন্ট ফিল্মমেকার’দের জগতে এক অন্য নাম। তাঁর বানানো মূলত ডকুমেন্টারি এবং কিছু ফিচার ছবি বেশ কিছু জাতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেয়েছে।
একটি জাতীয় গণমাধ্যমের একটি বিবৃতিতে দেবলীনা জানান, গতকাল সন্ধ্যায় তাঁরা কিছু বন্ধুবান্ধব ও পরিচিত-সহ একটি শান্তিপূর্ণ মিছিলে অংশ নিয়েছিলেন।
মিছিল হয়ে যাওয়ার পর তাঁরা যখন একটি চা বিরতি নিচ্ছিলেন, তখন হঠাৎই কিছু লোকজন লাঠিসোটা নিয়ে তাঁদের উপর চড়াও হয় এবং ‘জয় শ্রী রাম’ ধ্বনি দিতে থাকে। এমনকি ভাঙা হয় দেবলীনার ক্যামেরাও।
আরও পড়ুনঃ সহযাত্রী-বিমান কর্তৃপক্ষের সাথে বচসা সাধ্বী প্রজ্ঞার, উড়ানে বিলম্ব ৪৫ মিনিট
জানা গিয়েছে, প্রাথমিক চিকিৎসার জন্য আহতদের একটি স্থানীয় চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হয়। মিছিলে অংশগ্রহণকারী একজন ডাক্তার রঞ্জিতা বিশ্বাস এবং একজন শিক্ষক কৌস্তভ দাশগুপ্ত দুষ্কৃতীদের দ্বারা হেনস্থা হন। তবে ওই দলের একজনকে ধরে ফেলেন দেবলীনারা। এরপর যাদবপুর থানায় তার নামে ফাইল দায়ের করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584