নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
নতুন বছরের প্রথম দিন।বর্ষবরণের আনন্দে বছরের প্রথম দিন আট থেকে আশি সকলেই মেতে উঠেছে পিকনিকে।প্রাকৃতিক সুন্দর বৈচিত্র্যপূর্ণ পরিবেশ বছরের প্রথম দিনে আলিপুরদুয়ারের রাজাভাত খাওয়ার পাম্প ও বস্তি এলাকায় স্বপ্নপুরী পিকনিক স্পটে মানুষের ঢল দেখা গেল আট থেকে আশি সকলেই পিকনিকের আনন্দে মেতে উঠেছে । কোচবিহার থেকে আগত সুনন্দিতা ভৌমিক বলেন,” নতুন বছরের প্রথম দিনে পরিবারের সকলে মিলে আনন্দ করে কাটবো তাই আজ এই স্পটে এসেছি।পরিবেশ অপূর্ব সুন্দর।” আলিপুরদুয়ারের সূর্যনগরের বাসিন্দা রাজ চক্রবর্তী বলেন,” আজ বছরের প্রথম দিন তাই চলে এসেছি এই সবুজে ঘেরা পুরীতে খুব ভালো লাগছে।সারা দিন আনন্দের সাথে কাটাবো।”সব মিলিয়ে নতুন বছরের প্রথম দিনে পিকনিক স্পট গুলিতে পর্যটকদের ঢল ছিল চোখে পড়বার মত।
আরও পড়ুন: পথচারীকে বাঁচতে গিয়ে ট্রাক উল্টে আহত পনেরো
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584