স্থায়ীকরন ও উপযুক্ত পারিশ্রমিকের দাবিতে অঙ্গনওয়ারী কর্মীদের ডেপুটেশন

0
60

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

নিজস্ব চিত্র

মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের অঙ্গনওয়ারী কর্মী ও সহায়িকাগণ সারা বাংলা অঙ্গনওয়ারী কর্মী ও সহায়িকা সমিতির পক্ষ থেকে একগুচ্ছ দাবির স্বপক্ষে একটি ডেপুটেশনে দেয় কালিয়াগঞ্জের সুসংহত শিশু বিকাশ প্রকল্পের আধিকারিকের নিকট।

সারা বাংলা অঙ্গনওয়ারী কর্মী ও সহায়িকা সমিতির কালিয়াগঞ্জ শাখার সম্পাদিকা সবিতা সরকার বলেন,তাদের কাজের যে গুরুদায়িত্ব দেওয়া হয়েছে সেই অনুপাতে তাদের বর্তমান যে পারিশ্রমিক দেওয়া হয় তা নগন্য।

deputation member of angannari | newsfront.co
ডেপুটেশন কর্মসূচি।নিজস্ব চিত্র

অবিলম্বে তাদের সরকারি কর্মীর স্বীকৃতি দিয়ে তাদের উপযুক্ত সরকারি কর্মীদের সমতুল্য মাসিক বেতন দেবার ব্যবস্থা করতে হবে।

যতক্ষন পর্যন্ত তাদের স্থায়ীকরন করা না হচ্ছে এই সময় তাদের মাসিক ভাতা ১৮০০০(আঠারো হাজার)টাকা করতে হবে।

আরও পড়ুনঃ গ্রাম পঞ্চায়েতে উন্নয়নের দাবিতে প্রধানের কাছে ডেপুটেশন

সম্পাদিকা সবিতা সরকার বলেন তাদের সংগঠনের পক্ষ থেকে ২২ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি কালিয়াগঞ্জের শিশু বিকাশ প্রকল্প আধিকারিক কৌস্তভ দাশগুপ্তের হাতে তুলে দেওয়া হয়।শিশু বিকাশ প্রকল্প আধিকারিক স্মারকলিপি গ্রহণ করেন এবং তা উর্ধতন কর্তৃপক্ষের কাছে গুরুত্ব সহকারে পাঠিয়ে দেবেন বলে জানান।

সবিতাদেবী জানান তাদের ২২ দফা দাবিগুলির মধ্যে অন্যতম দাবি গুলি হচ্ছে অঙ্গনওয়ারী কর্মীদের মধ্য থেকে সিনিয়ারিটি অনুযায়ী সুপারভাইজার পদে প্রমোশন দিতে হবে,অফিসের কাজে বাইরে গেলে তাদের সরকারি নিয়মে টিএ ডিএ দিতে হবে,কর্মীদের জন্য উন্নতমানের ইউনিফর্ম দিতে হবে,অবসর কালীন সুযোগ সুবিধা দিতে হবে।বছরে ৩০০দিন কেন্দ্র গুলিতে ফিডিং এর ব্যবস্থা করতে হবে এবং ব্লকের অঙ্গনওয়ারী কেন্দ্র গুলির উন্নত পরিকাঠামো গড়ে তুলতে হবে।আজকের ডেপুটেশনে ব্যাপক পরিমানে কর্মীরা অংশগ্রহণ করে বলে জানা যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here