পিয়ালী দাস,বীরভূমঃ
থানা ঘেরাও করে ডেপুটেশন দিলো শাসকদলের কর্মীরা।হাতে প্ল্যাকার্ড, দলীয় পতাকা নিয়ে আজ হাজার খানেক তৃণমূল কর্মী জমায়েত হয় পাড়ুই থানার সামনে।
যদিও সাংবাদিকদের সামনে তৃণমূল নেতার দাবি, এ কোন বিক্ষোভ অথবা ঘেরাও নয়, আমরা পাঁড়ুই থানার পুলিশকে বোঝাতে আসা যে এত এত লোক পুলিশের পাশে রয়েছে।প্রসঙ্গত,গত সপ্তাহে বিজেপি পাড়ুই থানা ঘেরাও করে ডেপুটেশন দেয় প্রাক্তন জেলা সভাপতি রামকৃষ্ণ রায়ের নেতৃত্বে।
বিজেপির তরফ থেকে অভিযোগ ছিল, বিনা প্ররোচনায় বিজেপি কর্মীদের উপর পুলিশি অত্যাচার,বিভিন্ন রকম কেস দেওয়া,হুমকি দেওয়া ইত্যাদি বন্ধ করতে হবে পুলিশকে।
আরও পড়ুনঃ ডেপুটেশন ঘিরে সংঘর্ষ,আহত ৬
পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে।কিন্তু এই বিরোধী দল বিজেপির থানা ঘেরাওয়ের সপ্তাহ কাটতে না কাটতেই আজ শাসক দল তৃণমূলের তরফ থেকে বিশাল জমায়েত করা হয় পাড়ুই থানার সামনে। তৃণমূলের দাবি,এলাকায় বিভিন্ন কর্মী-সমর্থক রয়েছেন যারা ঘর ছাড়া।তাদের অবিলম্বে ঘরে ফেরানোর ব্যবস্থা করতে হবে পুলিশকে। এছাড়াও পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের অভিযোগ, অভিযোগ ছাড়াই পুলিশ তৃণমূল কর্মীদের থানাতে ডেকে পাঠানো ইত্যাদি বন্ধ করতে।
এসকল নানান দাবিতে আজ শাসক দলের কর্মীরা থানার সামনে জমায়েত করে এবং থানায় একটি স্মারকলিপি জমা দেয়।বিক্ষোভ কর্মসূচি শেষ হবার পর পারুই অঞ্চলের তৃণমূল নেতা শেখ মুস্তাক বলেন, “থানা ঘেরাও অথবা বিক্ষোভ দেখানো নয়, আমরা প্রশাসনের পক্ষে।
কঠোর ভাবে সমাজ বিরোধীদের বিরুদ্ধে,পুলিশের উচিত পদক্ষেপ নেওয়া। কাটমানি নিয়ে সাধারণ মানুষকে বিজেপি উস্কানি দিয়ে এলাকায় এলাকায় উশৃঙ্খলতার সৃষ্টি করছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবার দাবি করেছি পুলিশের কাছে।ঘেরাও নয়,ঘেরাও কে বলল! আমরা পুলিশকে বুঝাতে এসেছি এত এত লোক আপনাদের সঙ্গে আছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584