আলুচাষীদের ক্ষতিপূরণের দাবীতে বিক্ষোভ ডেপুটেশন

0
73

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

The deputation protest against potato farmer loss
নিজস্ব চিত্র

অকাল বর্ষণে আলু,পেঁয়াজ, বাদাম সহ সব্জির ব্যাপক ক্ষতিতে মাথায় হাত কৃষকদের।এরকম অবস্থায় গরবেতা,কেশপুর,শালবনি মেদিনীপুর সদর ব্লক সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক কৃষক মঙ্গলবার জেলাশাসক দপ্তরে বিক্ষোভ দেখায়।

The deputation protest against potato farmer loss
স্মারকলিপি।নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ অকাল বর্ষণে ব্যাপক ক্ষতির আশঙ্কায় আত্মঘাতী ঋণগ্রস্ত আলুচাষী

এদিন মেদিনীপুর স্টেশন থেকে একটি মিছিল কেরানিতোলা,বটতলা, কলেজ রোড হয়ে কালেক্টরেট মোড়ে পৌঁছে বিক্ষোভ দেখাতে থাকে।এসইউসিআই(কমিউনিস্ট) দলের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক নারায়ণ অধিকারী,সম্পাদক মন্ডলীর সদস্য তুষার জানা,কৃষক নেতা প্রভঞ্জন জানা এদিনের মিছিলে নেতৃত্ব দেন।

The deputation protest against potato farmer loss
নারায়ন অধিকারী,জেলা সম্পাদক এসইউসিআই(সি) পশ্চিম মেদিনীপুর।নিজস্ব চিত্র
The deputation protest against potato farmer loss
নিজস্ব চিত্র

মিছিল থেকে দাবি ওঠে অবিলম্বে সরকারিভাবে ক্ষতিপূরণ দিতে হবে,কুইন্টাল প্রতি আটশো টাকা দরে আলু কিনতে হবে। এছাড়াও অন্যান্য সবজির যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ অবিলম্বে সরকারকে দিতে হবে।পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল এ ডি এম জেনারেল প্রণব বিশ্বাসের সাথে দেখা করে দাবিপত্র তুলে দেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here