দেবী পক্ষের সূচনা, পশ্চিম মেদিনীপুর- ঝাড়গ্রামের বিভিন্ন ঘাটে তর্পণের ভিড়

0
104

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

পিতৃপক্ষের অবসানে দেবী পক্ষের সূচনা৷ মহালয়ার পুণ্য সকালে মেদিনীপুর ও ঝাড়গ্রামে চেনা ছবি ধরা পড়ল৷ ঘাটে ঘাটে চলল পিতৃতর্পণ৷

the devi paksha start | newsfront.co
নিজস্ব চিত্র

সকালের সূর্য ওঠার আগে থেকেই মেদিনীপুর ও ঝাড়গ্রামে বিভিন্ন প্রান্তের মানুষ স্থানীয় নদী গুলিতে প্রয়াত পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণে অংশ নিলেন। মহালয়ার ভোর থেকেই তর্পণের উদ্দেশ্যে অনেক মানুষ জড়ো হয়েছিলেন।

নিজস্ব চিত্র

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকার নদী সংলগ্ন ঘাটগুলিতে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছিল।

নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ আশ্বিনের কৃষ্ণপক্ষ তিথিতে মহালয়া উপলক্ষে তর্পণের ভিড়

সব মিলিয়ে মহালয়ায় পিতৃতর্পণের মধ্যে দিয়েই বাঙালির মাতৃআরাধণার সূচনা হয়ে গেল৷ নির্বিঘ্নে তর্পণ সম্পন্ন করতে এদিন জেলার বিভিন্ন ঘাটে পুলিশের তরফে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। তর্পণকে কেন্দ্র করে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ধেরুয়া, চাঁদড়া, গোপ, রেল ব্রীজ, বিদ্যাসাগর ঘাট, স্বরূপানন্দ ঘাট, গান্ধী ঘাট সহ প্রায় ২০টিরও বেশি ঘাটে মানুষ তর্পণ করার জন্য ভিড় করেন৷ পূর্বপুরুষকে জল দেওয়ার জন্য মহালয়ার এই পুণ্যলগ্নে তর্পণ এর জন্য প্রচুর মানুষের ঢল নামে কাঁসাই নদীর ঘাটগুলিতে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here