তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুরঃ
শুক্রবার পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে, পশ্চিমবঙ্গ যাত্রা অ্যাকাডেমি ও উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় তিন দিন ব্যাপী কালিয়াগঞ্জের চান্দলে উদ্বোধন হয় উত্তর দিনাজপুর জেলা লোকসংস্কৃতি ও যাত্রা উৎসব।তিনদিনব্যাপী লোক সংস্কৃতি ও যাত্রা উৎসবের উদ্বোধন করেন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেবসিংহ।
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন রায়গঞ্জের মহকুমা শাসক অর্ঘ ঘোষ, কালিয়াগঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসূন ধারা, সমাজসেবী নিতাই বৈশ্য, কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য মনীন্দ্র নাথ রায় এবং উত্তর দিনাজপুর জেলা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক রানা দেবদাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে রানা দেবদাস বলেন মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই লোক সংস্কৃতি ও যাত্রা উৎসব রাজ্যের সমস্ত জেলায় হবার ফলে লোকশিল্পীরা আবার জেলার লোকসংস্কৃতিকে তুলে ধরতে সমর্থ হয়েছে।রাজ্য সরকার বর্তমানে লোকশিল্পীদের শুধু সন্মানই দিচ্ছেনা লোকশিল্পীদের প্রতিমাসে আর্থিক সহায়তাও দিয়ে আসছে। তাই লোকশিল্পীদের কাছে তার আবেদন রাজ্যের প্রকল্পগুলিকে নিয়ে লোকশিল্পীদের নতুন নতুন গান বাঁধতে হবে। গ্রামের মানুষদের এই গানের মাধ্যমে প্রকল্পগুলো সম্পর্কে সচেতন করে তুলতে হবে।অনুষ্ঠানের প্রধান অতিথি বিধায়ক তপন দেবসিংহ বলেন রাজ্যের বর্তমান সরকার লোকশিল্পীদের যোগ্য সন্মান দিয়ে জেলার লোকসংস্কৃতিকে উজ্জীবিত করেছে।
আজকে এই অনুষ্ঠানে জেলার লোকশিল্পীরা যে সুন্দরভাবে মুখা নৃত্য, আদিবাসী নৃত্য পরিবেশন করলো তা দেখে তিনি আপ্লুত। সুস্থ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে নতুন নতুন গান বেঁধে তা গ্রামে গঞ্জে পরিবেশন করবে আমাদের জেলার লোকশিল্পীরা তার দৃঢ় বিশ্বাস।তিনি বলেন রাজ্য সরকার লোকশিল্পীদের উন্নয়নে পাশে থাকছে তেমনি লোক শিল্পীদেরও সরকারের উন্নয়ন যজ্ঞে সামিল হওয়া অবশ্যই প্রয়োজন।
রায়গঞ্জের মহকুমা শাসক অর্ঘ ঘোষ বলেন উত্তর দিনাজপুর জেলার লোকশিল্পীদের উজ্জীবিত করতেই জেলা প্রশাসনের সহযোগিতায় আজকের এই সুন্দর অনুষ্ঠান দেখে প্ৰকৃতই তিনি মুগ্ধ। লোক সংস্কৃতি ও যাত্রা উৎসব যেন লোকশিল্পীদের মিলন মেলায় পরিণত হয়েছে। তিনদিনের এই উৎসব অবশ্যই সফল হবে বলেই তার বিশ্বাস।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সমাজসেবী নিতাই বৈশ্য বলেন চান্দলের মত একটি এতবড় জেলার লোকসংস্কৃতি অনুষ্ঠান হবার জন্য তিনি ভীষন খুশি। অনুষ্ঠানটি যাতে সুন্দর ভাবে শেষ হয় তার জন্য তিনি এলাকার মানুষদের সহযোগিতা করবার আহ্বান জানান। অনুষ্ঠানে রায়গঞ্জ পঞ্চানন বর্মা সেবা সংস্কৃতি চর্চা কেন্দ্রের শিল্পী অনিন্দিতা রায় উদ্বোধনী সংগীত পরিবেশন করেন।
লোকশিল্পী তপন চক্রবর্তী তার লেখা ও সুরে অনুষ্ঠানে উত্তর দিনাজপুর জেলার গান পরিবেশন করে।
আরও পড়ুনঃএনআরসি-সিএএ-র বিরুদ্ধে এআইডিএসও-র ছাত্র কনভেনশন
অনুষ্ঠানে জেলার আদিবাসী নৃত্য, মুখা নৃত্য, ভাওয়াইয়া সংগীত, রামায়ন নাটক এবং স্থানীয় শিল্পীদের দ্বারা যাত্রা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান চলবে আগামী ৫ ই জানুয়ারী পর্যন্ত। হাজার হাজার স্রোতাদের উপস্থিতিতে লোকসংস্কৃতি অনুষ্ঠান উদ্বোধনের দিনেই মাতিয়ে দেয়। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট আবৃত্তিকার তথা সাংবাদিক সান্তনু চ্যাটার্জি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584