তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জঃ
গত বৃহস্পতিবার রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয় চত্বরে জলের অপচয় বন্ধ ও পরিবেশ রক্ষায়
বৃক্ষরোপন কেন্দ্রিক সচেতনতামূলক একটি পথ নাটিকা অনুষ্ঠিত হয়।
এই পথ নাটকের মূল আকুল আবেদন ছিল জেলার জনগনের কাছে অকারণে জলের অপচয় বন্ধ করার এবং বেশি বেশি করে বৃক্ষ লাগান।সবাই মিলে গাছ কাটা বন্ধ করুন।রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ের এন সি সি গ্রূপের ছেলে মেয়েরা নাটকটিতে অংশগ্রহণ করে।এই পথ নাটিকার নির্দেশনা ও নাট্য রূপ দিয়েছেন সুজিত ঠাকুর।
আরও পড়ুনঃ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন
অভিনয়ের প্রধান চরিত্রে সুজিত ঠাকুর,সুস্মিতা দেবনাথ,কল্যাণ মন্ডল,শুভ জিৎ ঘোষ,শম্পা প্রামানিক,শিবু বর্মন,মনিয়াল হেমরম,শিল্পী সান্যাল,শুভ জিৎ দে, দীপ্তি বর্মন এবং উত্তম ঠাকুর সুন্দর অভিনয় করবার জন্য রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য ডঃ অনিল ভুইমালি,বিশ্ব বিদ্যালয়ের রেজিস্টার ডঃ দুর্লভ সরকার,সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ দত্ত পথ নাটকের সমস্ত কলাকুশলীদের অভিনন্দন জানিয়েছেন।সমস্ত অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে সঞ্চালনা করেন রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ের এন সি সি গ্রূপের লেফটেন্যান্ট দেবজয় ভট্টাচার্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584