নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবকে ঘিরে যেমন বাঙ্গালীরা মেতে উঠে উৎসবে আনন্দে যেমন বিভিন্ন সম্প্রদায় মানুষ এই উৎসবের আনন্দে এগিয়ে আসে। বাঙালির সাথে সাথে তারাও আনন্দে মেতে ওঠে এই শ্রেষ্ঠ উৎসবকে ঘিরে।
যার শুক্রবার ছিল মহাষষ্ঠী, এই দিন পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের অন্তর্গত গোকুলপুর সংগীত দুর্গোৎসবের শুভ সূচনা করলেন নন্দীগ্রামের বিধায়ক তথা পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই উদ্বোধন অনুষ্ঠানের সূচনা করা হয়।
আরও পড়ুনঃ ডুকি অগ্রদূত সার্বজনীন দুর্গোৎসবের উদ্বোধনে উত্তরা
সবশেষে এলাকার ছাত্র-ছাত্রীদের হাতে বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এদিন উদ্বোধন অনুষ্ঠানে এসে শুভেন্দু অধিকারী বলেন এই উৎসবকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে সকলকে সজাগ থাকতে হবে,শুধু তাই নয় পুলিশ প্রশাসন কেউ অনুরোধ করেছেন তারা যাতে কর্মরত অবস্থায় থাকে এলাকার শান্তি বজায় রক্ষার্থে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584