আগাছায় ভরে রয়েছে সাধের ইকোপার্ক

0
51

সুদীপ পাল, বর্ধমানঃ

পশ্চিম বর্ধমানের জেমারি গ্রাম পঞ্চায়েতের বেলিয়াবাথানে তৈরি করা হয়েছিল একটি ইকোপার্ক। ১৯৯৯ সালে পঞ্চায়েতের উদ্যোগে ইসিএল এর পরিত্যক্ত ১০ একর জমিতে তৈরি হয়েছিল ফলের বাগান। পরে ২০১৫ সালে ইকোপার্ক তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়।

the eco park weed pull | newsfront.co
দেখে চেনার উপায় নেই এটাই ইকোপার্ক। নিজস্ব চিত্র

নতুন করে প্রচুর ফুল ফলের গাছ লাগানো হয়। শিশুদের খেলার সরঞ্জাম, বসার বেঞ্চ দিয়ে সুন্দর ভাবে সাজানো হয়েছিল ইকোপার্কটিকে।

the eco park weed pull | newsfront.co
নিজস্ব চিত্র

তবে হঠাৎই থমকে গিয়েছে সেসব কাজ। থমকে গেছে ১০০ দিনের কর্মসংস্থান প্রকল্প। ২০১৬ সালে পার্কের মধ্যেই তৈরি হয় নার্সারি। তারপর ২০১৭ সালে উদ্বোধন হয় এই ইকোপার্ক। কিন্তু বর্তমানে পার্কে লাগানো বিশ্ব বাংলা লোগো, সাজানো শিশুদের খেলার উপকরণে ধুলো জমছে।

আরও পড়ুনঃ পরিবহন দফতরের ডিজিটাল স্মার্ট কার্ডের সূচনা দক্ষিণ দিনাজপুরে

স্থানীয়দের অভিযোগ, গত সাত মাস ধরে নতুন পঞ্চায়েত সমিতি গঠনের পর থেকে এই পার্ক উপেক্ষিত রয়েছে। পঞ্চায়েত সমিতির নজর না থাকায় সুন্দর করে সাজানো পার্ক ক্রমশই হতশ্রী হচ্ছে। যদিও পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুনিয়া বলেন, একশো দিনের কাজের টাকা না মেলায় পার্কের কাজ বন্ধ রয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here