জেলার ইতিহাস নিয়ে তৈরি ছবি আঠারোই আগস্টের মুক্তি

0
56

শিব শংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ

নিজের শহরের ইতিহাসকে জানতে আগ্রহী হয়ে উঠছে বালুরঘাটের যুব সমাজ।আজ ১৮ই আগষ্ট বালুরঘাট শহরের স্বাধীনতা লাভের দিন।আর সেই ইতিহাস নিয়ে আগ্রহ বাড়ছে বালুরঘাটের যুব সমাজের।

ছবির পোস্টার ।নিজস্ব চিত্র

১৯৪৭ সালে ভারত স্বাধীন হলেও বালুরঘাট,রায়গঞ্জ,মালদা জেলার কিছু অংশ নেশনাল এরিয়া বা ধারনাগত এলাকা বা আন ডিসাইডেড এরিয়া হিসেবে চিহ্নিত করা হয়।

নিজস্ব চিত্র

সেই সময় বালুরঘাটের বীর সন্তান সরোজ রঞ্জন চ্যাটার্জির উদ্যোগেই ১৮ই আগস্ট বালি ভারত ভুক্ত হয় বা প্রকৃত অর্থে বালুরঘাট স্বাধীন হয়।

নিজস্ব চিত্র

আর সেই ইতিহাসকেই তুলে ধরতে উদ্যোগী হল মাল্টিভার্স মিডিয়া নামে একটি সংস্থা।তারা বালুরঘাটের ইতিহাসকে সকলের সামনে তুলে ধরতে তৈরী করে ফেলেছে আস্ত একটা ছবি। ছবিটির নাম রাখা হয়েছে ‘আঠারোই আগস্ট’।

নিজস্ব চিত্র

যেখানে ১৫ই আগষ্ট থেকে ১৮ আগষ্ট এই তিন দিনের ইতিহাস তুলে ধরা হয়েছে।সেই সংস্থার পক্ষ থেকেই আজ বালুরঘাটের ডাঙ্গী এলাকায় বালুরঘাটের ৪২ এর আন্দোলনের স্মৃতি স্তম্ভের সামনে পতাকা উত্তলনের মধ্যে দিয়ে বালুরঘাট স্বাধীনতা দিবস পালন করা হয়।

আরও পড়ুনঃ শ্রাবণের পাহাড়ে সুরেলা ঝর্ণা নিয়ে আসছে ‘বারিস’

বালুরঘাটকে ভারতভুক্ত করতে সরোজ রঞ্জন চ্যাটার্জি, কানু সেন,পুলিন বিহারি দাসগুপ্ত সহ যে সমস্ত মহান বিপ্লবীদের উদ্যোগে বালুরঘাটের ভারতভুক্তি ঘটে তাদের স্মরণ করা হয় এবং বালুরঘাটের ইতিহাস সম্পর্কে যে ছবিটি তারা তৈরী করেছে তার পোস্টার ও উন্মোচন করা হয়।

বালুরঘাটের ইতিহাস সম্পর্কে যেভাবে যুব সমাজের আগ্রহ বাড়ছে সে দেখে বালুরঘাটের ইতিহাস সকলের সামনে ছড়িয়ে পরবে বলে আশা প্রকাশ করেন ইতিহাসবিদ ডক্টর সুমিত ঘোষ,সরোজ রঞ্জন চ্যাটার্জির বংশধর সুশোভন চ্যাটার্জি সহ বালুরঘাটবাসীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here