মনিরুল হক,কোচবিহারঃ

এই প্রথম রাজ্যে সাত দফায় লোকসভা নির্বাচনের পর্ব অনুষ্ঠিত হতে চলেছে। তৃণমূল কংগ্রেস নেত্রীর দাবি ৪২ টি আসনেই জিতব৷ ফলে শাসকদল তৃণমূল নিজেদের দখলে রাখতে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে। ইতিমধ্যে জেলার বিভিন্ন লোকসভা কেন্দ্রে দেওয়াল লিখন, মানুষের মধ্যে জনসংযোগ করার কাজ শুরু করে দিয়েছে৷

গত পঞ্চায়েত নির্বাচনের নিরিখে রাজ্যে অঘোষিত প্রধান বিরোধীদল হিসেবে বিজেপি রয়েছে। তবে সেই বিজেপি বাংলায় এখনও তাদের প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেনি। এরাজ্যে প্রথম দাফা অর্থাৎ ১১ এপ্রিল দুই আসনে নির্বাচন হওয়ার কথা জানায়। আর ওই দুই আসন হল কোচবিহার ও আলিপুরদুয়ার।
আরও পড়ুনঃ আলিপুরদুয়ারে ভোটের প্রচারে তৃণমূলের দেওয়াল লিখন শুরু
একনজরে দেখে নেওয়া যাক কোচবিহার জেলার কিছু নির্বাচনী তথ্য-
১৮ মার্চ গ্যাজেট নোটিফিকেশন হবে।
২৫ মার্চ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ।
২৯ মার্চ মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ।
এক নজরে দেখে নিন বিধানসভা ভিত্তিক ভোটারের সংখ্যাঃ
১) মাথাভাঙ্গা বিধানসভাঃ-
• মোট ভোটারঃ- ২ লক্ষ ৪১ হাজার ২৮৫ জন।
• পুরুষঃ ১ লক্ষ ২৫ হাজার ৫৬০ জন।
• মহিলাঃ ১ লক্ষ ১৫ হাজার ৭২৫ জন।
২) কোচবিহার উত্তরঃ
• মোট ভোটারঃ- ২ লক্ষ ৭০ হাজার ৮৭১ জন।
• পুরুষঃ ১ লক্ষ ৪১ হাজার ৪৪৪ জন।
• মহিলাঃ ১ লক্ষ ২৯ হাজার ৪২৫ জন।
• তৃতীয় লিঙ্গের ভোটারঃ ২ জন।
৩) কোচবিহার দক্ষিণঃ
• মোট ভোটারঃ- ২ লক্ষ ২২ হাজার ৮৬৯ জন।
• পুরুষঃ ১ লক্ষ ২৫ হাজার ৫৬০ জন।
• মহিলাঃ ১ লক্ষ ১৪ হাজার ৭৬৩ জন।
• তৃতীয় লিঙ্গের ভোটারঃ ৬ জন।
৪) শীতলখুঁচি বিধানসভাঃ
• মোট ভোটারঃ- ২ লক্ষ ৭৫ হাজার ৩১৩ জন।
• পুরুষঃ ১ লক্ষ ৪৪ হাজার ৯২৭ জন।
• মহিলাঃ ১ লক্ষ ৩০ হাজার ৩৮৩ জন।
• তৃতীয় লিঙ্গের ভোটারঃ ৩ জন।
৫) সিতাই বিধানসভাঃ
• মোট ভোটারঃ- ২ লক্ষ ৭৬ হাজার ৭৮৬ জন।
• পুরুষঃ ১ লক্ষ ৪৪ হাজার ৬৬৮ জন।
• মহিলাঃ ১ লক্ষ ৩২ হাজার ১১৫ জন।
• তৃতীয় লিঙ্গের ভোটারঃ ৩ জন।
৬) দিনহাটা বিধানসভাঃ
• মোট ভোটারঃ- ২ লক্ষ ৮৭ হাজার ৮৫৬ জন।
• পুরুষঃ ১ লক্ষ ৪৮ হাজার ৫২৩ জন।
• মহিলাঃ ১ লক্ষ ৩৯ হাজার ৩৩১ জন।
• তৃতীয় লিঙ্গের ভোটারঃ ২ জন।
৭) নাটাবাড়ি বিধানসভাঃ
• মোট ভোটারঃ- ২ লক্ষ ৩৪ হাজার ৬১৮ জন।
• পুরুষঃ ১ লক্ষ ২১ হাজার ৬৩ জন।
• মহিলাঃ ১ লক্ষ ১৩ হাজার ৫৫৩ জন।
• তৃতীয় লিঙ্গের ভোটারঃ ২ জন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584