পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ
ভোট গ্রহণ শুরু হয়ে গেছে কালিয়াগঞ্জ। স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে সাধারণ মানুষ। সঙ্গে সঙ্গেই ফলাফল জানতে পারা যাচ্ছে– এমনই এক অভিনব উদ্যোগ শুরু হয়েছে ভারতের জাতীয় নির্বাচন কমিশনের উদ্যোগে। কালিয়াগঞ্জের বিডিও অফিস চত্বরে। সাজানো গোছানো একটি ট্যাবলো’র মধ্যে রয়েছে ভিভিপাট। আর সেখানে ভোট দিচ্ছে সাধারণ মানুষ।
কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচন রয়েছে আগামী ২৫ নভেম্বর। আর সেই উপলক্ষে ভোটারদের সচেতন করতে এবং ভিভিপাট সম্বন্ধে জানতে এই উদ্যোগ শুরু হয়েছে কয়েকদিন ধরে।
সকাল থেকেই দেখা যাচ্ছে প্রচুর মানুষ সেখানে দাঁড়িয়ে থেকে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছে আর ফলাফলও জানতে পারছেন সঙ্গে সঙ্গেই। ফলে নির্বাচন কমিশনের এই ধরনের উদ্যোগে স্বভাবতই খুশি কালিয়াগঞ্জের ভোটাররা।
আরও পড়ুনঃ কালনা ২ নম্বর ব্লকে নাবার্ড এর সচেতনতা শিবির
ভিভিপাটের দায়িত্বে থাকা শম্ভু দাস এবং অমল বাস্কে জানালেন, গত কয়েকদিন ধরে দিনে প্রায় ৫০ থেকে ৭০, কখনও বা ৮০ জন সাধারণ মানুষ এখানে এসে তাদের মূল্যবান ভোটটি দিচ্ছেন।
তারা বলেন অনেকেই জানেন না ভিভিপাটের মাধ্যমে কিভাবে ভোট দিতে হয়। যারা এই ধরনের প্রক্রিয়া সম্বন্ধে ঠিকঠাক জানেন না তাদেরকে কর্তৃপক্ষ ঠিক মতো বুঝিয়ে দিচ্ছেন। সাধারণ মানুষরাও তাদের এই ধরনের উদ্যোগে খুশি হয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584