ফের হাতির হানা,বন কর্মীদের দায়িত্ব নিয়ে উঠছে প্রশ্ন

0
66

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

The elephant attack but responsibility for forest workers
হাতির হানার বলি।নিজস্ব চিত্র

ফের হাতির তান্ডব।  বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল লাগোয়া এলাকার তুরতুরি বেলতলা গ্রামে হাতির হামলার ঘটনা ঘটল। এলাকার একটি বাড়ি ও একটি বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলে হামলা চালিয়েছে হাতিটি।বেসরকারি মাধ্যম স্কুলের প্রাচীর ভেঙ্গে দিয়েছে হাতিটি। এই ঘটনায় এদিন সকালে তুরতুরি বেলতলা গ্রামে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দা বরতোষ কুজুর বলেন, “ এই হাতিটি নিয়মিত এই গ্রামে ঢুকে পড়ছে। এলাকা তছনছ করে দিচ্ছে।আবার কোনদিন কোন ক্ষতি না করেই জঙ্গলে ঢুকে পড়ছে হাতিটি।গ্রামে হাতি ঢুকলে বনকর্মীদের ডেকেও পাওয়া যায় না।” বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা শুভংকর সেনগুপ্ত বলেন, “ আমরা হাতিটিকে ফের জঙ্গলে ঢুকিয়ে দিয়েছি। হাতির হামলায় ক্ষয়ক্ষতির হিসেব করা হচ্ছে।খবর পাওয়ার পরেই কোন বিলম্ব না করেই বনকর্মীরা এলাকায় পৌঁছে হাতি তাড়াতে শুরু করেন।”

আরও পড়ুন: কলকাতায় মালদহ ভবন তৈরির প্রক্রিয়ার সূচনা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here