নিজস্ব সংবাদদাতা,কোচবিহারঃ
কোচবিহার শহরের কলেজগুলিতে পঠন পাঠনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি নিয়ে সোমবার কোচবিহার আচার্য ব্রজেন্দ্রনাথ শীল মহাবিদ্যালয় ও কোচবিহার মহাবিদ্যালয়ে বিক্ষোভ আন্দোলন সংগঠিত করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।
এইদিন তাঁরা কলেজ গুলিতে বহিরাগতদের অবাধ প্রবেশ নিষিদ্ধ করা, কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়ায় দূর্নীতি হচ্ছে এই অভিযোগ এনে তা অবিলম্বে বন্ধ করার দাবি নিয়ে স্মারকলিপি দেয় কলেজ কর্তৃপক্ষকে।একইসাথে তাদের দাবি কলেজ চত্বরকে সিসিটিভির আওতায় নিয়ে আসতে হবে।
এই আন্দোলন প্রসঙ্গে কোচবিহার জেলা এবিভিপি-র সংগঠক শুভঙ্কর চন্দ বলেন, ‘কলেজগুলি আজ দূর্নীতির আখড়ায় পরিণত হয়েছে পঠন পাঠনের কোন সুস্থ্য পরিবেশ নেই। আমরা চাই একটি সুস্থ্য পরিবেশের মধ্য দিয়ে তাঁরা জীবনকে এগিয়ে নিয়ে যাক।’ এদিকে এবিভিপি-র এই কর্মসূচীকে ঘিরে উত্তেজনা ছড়ায় কোচবিহার কলেজে।
এবিভিপি-র পক্ষ থেকে দাবি করা হয় এই কলেজের ছাত্র সংসদের কোন বৈধতা নেই, আমরা কলেজে পা রাখলাম ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে যাতে গঠিত হয় তার দাবি করব।
সংগঠনের কোচবিহার জেলা সহায়ক দেবব্রত ভট্টাচার্য বলেন, ‘তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত সংসদ কলেজে কোন শিক্ষার পরিবেশ রাখেনি।
ব্যাপক দূর্নীতি ছাত্র ছাত্রীদের উপর রাজনৈতিক ও মানসিক চাপ সৃষ্টি করে ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছে। এই অবস্থা থেকে মুক্তির লড়াই শুরু করবে এবিভিপি।’
তৃণমূল ছাত্র পরিষদের কোচবিহার কলেজের দায়িত্ব প্রাপ্ত নেতা মঞ্জুদার রহমান বলেন, ডেপুটেশনকে নামে এবিভিপি বহিরাগতদের নিয়ে এসে গুণ্ডামি করেছে। তাঁরা ছাত্র সংসদ কার্যালয়ে ভাঙচুর চালায় বলেও অভিযোগ করেন তিনি।
অন্যদিকে এবিএন শীল কলেজেও ডেপুটেশনকে কেন্দ্র করে সামান্য উত্তেজনা ছড়ায়। বহিরাগত তকমা দিয়ে এক যুবকের উপর এবিভিপি-র সমর্থকরা ঝাপিয়ে পরে বলে অভিযোগ। কোনও রকম অশান্তি এড়াতে কোচবিহার কোতোয়ালি থানার পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল দুটি কলেজেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584