বিজ্ঞান ভবনে সরকারের সাথে আলোচনায় কৃষক আন্দোলনের নেতৃবৃন্দ

0
87

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

কৃষক সংগঠনগুলির নেতৃবৃন্দ পৌঁছেছেন দিল্লির বিজ্ঞান ভবনে, সরকারের আমন্ত্রণে আলোচনায় বসতে চলেছেন তাঁরা। কেন্দ্রের নতুন কৃষি বিল প্রত্যাহারের দাবিতে দিল্লিতে কৃষকদের প্রতিবাদ আজ ষষ্ঠদিনে পা দিল।

Farmers meeting | newsfront.co
ছবিঃ এএনআই

আজ আলোচনা হবে কৃষক এবং সরকারের মধ্যে, আদৌ কোনো রফা সূত্র বেরোয় কিনা সেদিকেই তাকিয়ে সব মহল।বৈঠকটি বৃহস্পতিবার নির্ধারিত থাকলেও, স্বরাষ্ট্র মন্ত্রী ও কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর গতকাল বেশ কয়েকদফা বৈঠকের পর, আজ মঙ্গলবার কৃষক সংগঠনগুলির সাথে আলোচনায় বসার সিদ্ধান্ত নেন।

 

কৃষক সংগঠনগুলির নেতৃবৃন্দ জানিয়েছেন, তাঁরা এই কৃষক বিরোধী আইন প্রত্যাহারের দাবিতে লড়ছেন, তাঁদের দিল্লি আসার উদ্দেশ্য যাতে এই আন্দোলন থেকে কোনো সদর্থক সিদ্ধান্তে আসা যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাতে তাঁদের “মন কি বাত” একবার শোনেন।

আরও পড়ুনঃ দেশের করোনা পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে, মোদীর ডাকে সর্বদল বৈঠক শুক্রবার

ইতিমধ্যেই, ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদ যোগ দিতে আসছেন কৃষকদের প্রতিবাদে, উত্তর প্রদেশ থেকে ৫০০ জন কৃষক রওনা হয়েছেন ‘দিল্লি চলো’ আন্দোলনে অংশ নিতে। আন্দোলনে যোগ দিতে আসা নাম না জানা প্রতিবাদীদের বিরুদ্ধে আলিপুর থানায় এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here