জামাই আদরের নিদর্শন পোস্ট করতেই ধর্মযুদ্ধ সৃজিত মুখার্জির টুইটে

0
252

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

মিথিলার বাড়িতে জামাই আদরের প্রথম ছবি টুইটারে শেয়ার করা মাত্রই হুলুস্থুলু পড়ে যায় পরিচালক সৃজিত মুখার্জির টুইটার কমেন্ট থ্রেডে। বিতর্কের শুরু সেখান থেকেই।

Srijit Mukherji tweet | newsfront.co
সৃজিতের টুইট।

১৯ ডিসেম্বর টুইটারে সৃজিত পোস্ট করেন, “খাবারের মেনুতে ছিল- ঝিরি ঝিরি আলুভাজা, লটে শুঁটকি, ডাল, কড়াইশুঁটি দিয়ে পাবদা মাছ, মুরগির ঝোল আর বাঁধাকপি দিয়ে গরুর গোস্ত।”

ছবি দেওয়া মাত্রই টুইটারে সমালোচনায় নামেন নেটিজেনদের একাংশ। কুৎসিত মন্তব্য করতে শুরু করেন তারা। অনেকে মন্তব্য করেন, “কেন নিজেকে ব্রাহ্মণ পদবি দিয়ে পরিচয় দিচ্ছেন।” আবার কারও বক্তব্য, “আপনাদের মত মানুষদের জন্য আজ হিন্দুধর্ম বিপন্ন।”

অবশ্য অনেকের রিপ্লাই এর জবাবই চাচাছোঁলা ভাষায় সৃজিত দিয়েছেন। লিখেছেন, “হিন্দু ধর্ম নিয়ে কথা আপনার মতো অশিক্ষিতের মুখে বেমানান।

ঋগবেদ, মনুস্মৃতি ও গৃহসূত্রর কিছু শ্লোক দেব খাওয়া দাওয়া নিয়ে। রোজ সকালে কান ধরে ছাদে দাঁড়িয়ে মুখস্থ করবেন। ভদ্রভাবে বোঝালাম, নয়তো মনে রাখবেন বাইশে শ্রাবণের সংলাপ কিন্তু আমারই লেখা।”

অনেকে আবার সৃজিতের বেদের উদাহরণ তোলা নিয়ে আপত্তি তুলেছেন। তবে শুধু সমালোচনা নয় বেশ কিছু মানুষ পাশেও দাঁড়িয়েছেন সৃজিতের। তাঁরাও পরিচালকের হয়ে নেমে পড়েছে টুইট যুদ্ধে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here