নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ
বাড়ির অফিসে বসেই এলাকার স্থানীয় মানুষের অভাব অভিযোগ সমস্যার কথা শোনেন নিত্যদিন।সোমবার রাত্রেও তার ব্যত্যয় হয় নি।কিন্তু অন্যদিনের চেয়ে এদিন ঘটল ভিন্ন ঘটনা।রাজ্যের প্রাক্তন মন্ত্রী বর্তমান বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যান শ্যামাপ্রসাদ মুখার্জ্জীর অফিস ঘরে ঢুকে তারা কাছে পৌঁছাতে চাওয়া এক ব্যক্তিকে সন্দেহজনক মনে হওয়ায় ধরেন তাঁর বাড়ির নিরাপত্তা রক্ষী।তল্লাশি চালিয়ে যুবকের কাছ থেকে উদ্ধার করা হয় একটি ধারল গুপ্তি এবং একটি পাইপ।ধৃত ব্যক্তির বিষ্ণুপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কুঁদকুঁদা বাজারের বাসিন্দা মিলন দাস।এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।ঐ আততায়ী শ্যাম মুখার্জ্জীকে খুন করার উদ্দেশ্যেই এসেছিল বলে অনেকে মনে করছেন।বিষ্ণুপুর থানার পুলিশ ঐ যুবককে গ্রেফতার করার পাশাপাশি ঐ ছুরিটিও উদ্ধার করেছে।
পরে প্রাক্তন মন্ত্রী ও পৌরসভার চেয়ারম্যান শ্যাম মুখার্জ্জী ঘটনার বিবরণ দিয়ে বলেন,এই ঘটনায় তিনি যথেষ্ট আতঙ্কিত।৩২ বছরের রাজনৈতিক জীবনে তাঁর সঙ্গে কোন দিন এই ধরণের ঘটনা ঘটেনি।রাজ্যে মন্ত্রী থাকাকালীন সময়েও তিনি দেহরক্ষী ছাড়াই নিজে স্কুটি চালিয়ে শহরে ঘুরেছেন।এই ঘটনায় বিজেপি যোগ রয়েছে সন্দেহ করে পুলিশি তদন্তে আস্থা রাখছেন বলেও জানিয়েছেন।পুলিশের পক্ষ থেকে ঐ যুবককে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
আরও পড়ুন: মিষ্টি মুখে প্রতিষ্ঠা দিবস,সঙ্গে ব্রিগেড প্রচার
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584