পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
শিয়ালে মানুষে লড়াইয়ে নিহত শিয়াল। গুরুতর জখম আক্রান্ত ব্যক্তি।ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার বীরঘই গ্রামপঞ্চায়েতের দেউখন্ড গ্রামে। শিয়ালের আক্রমণে গুরুতর জখম গোবিন্দ বর্মনকে রায়গঞ্জ গর্ভমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আচমকা গ্রামের শিয়ালের আক্রমনে আতঙ্ক ছড়িয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,রায়গঞ্জের দেউখন্ড গ্রামের বাসিন্দা গোবিন্দ বর্মন বাড়ির পাশে জমিতে শীতের প্রকোপ থেকে নিজেকে রক্ষা করতে আগুন জ্বালিয়ে শরীরে তাপ নিচ্ছিলেন। আচমকাই পেছন থেকে একটি শিয়াল এসে তাকে আক্রমণ করে। শিয়ালটি গোবিন্দবাবুর গাল কামড়ে ধরে। গোবিন্দবাবুও শিয়ালটির গলা চিপে ধরে।প্রায় দশ মিনিট ধরে চলে শিয়ালে মানুষের লড়াই।যদিও গোবিন্দবাবু শিয়ালের টুটি চিপে ধরায় শিয়ালটি ইতিমধ্যেই নিস্তেজ হয়ে পরে। এরপর গোবিন্দবাবুর আর্ত চিৎকারে ছুটে আসেন অজিত বর্মন নামে এক ব্যাক্তি।তিনি লোহার শাবল এনে শিয়ালটির গলায় ঢুকিয়ে দিয়ে তার মুখ থেকে গোবিন্দ বর্মনকে উদ্ধার করেন।মৃত্যু হয় হামলাকারী শিয়ালের। দ্রুত গোবিন্দবাবুকে ভর্তি করা হয় রায়গঞ্জ গর্ভমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে। শিয়ালে মানুষে রুদ্ধশ্বাস লড়াইয়ে শিয়ালটির প্রান গেলেও আতঙ্কে রয়েছেন গ্রামের বাসিন্দারা।
আরও পড়ুন: পিপিপি মডেলের ইউনিট রায়গঞ্জ মেডিকেল কলেজের অধীনে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584