পিয়ালী দাস,বীরভূমঃ
স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় সাফল্য পেল বীরভূম জেলার মুরারই থানার পুলিশ।বীরভূম ঝারখন্ড সীমান্তবর্তী এলাকায় তল্লাশি অভিযান এর সময় একটি ট্রাক্টর থেকে ২৫০০ জিলেটিন স্টিক উদ্ধার করল মুরারই থানার পুলিশ।
![](https://newsfront.co/wp-content/uploads/2019/08/the-gelatin-sticks-rescue-from-birbhum-1024x768.jpg)
যদিও পুলিশ দেখে ট্রাক্টর রেখে পালিয়ে যায় চালক। মুরারই থানার পুলিশ সূত্রে খবর এই বিস্ফোরক উদ্ধারের পর আরও জোরদার করা হয়েছে ঝারখন্ড সীমান্তবর্তী এলাকার এলাকাগুলোতে।
আরও পড়ুনঃ অভিযান চালিয়ে নয়াগ্রামে চোলাই উদ্ধার আবগারি দফতরের
তবে জিলেটিন স্টিক গুলো কি কারনে গোপন ভাবে পাচার করা হচ্ছিল তানিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।বীরভূমের পুলিশ সুপার জানান,বিগত কয়েক মাস ধরে আশাতীত সাফল্য মিলেছে বিস্ফোরক উদ্ধারে।
বীরভূম ঝারখন্ড সীমান্তবর্তী বীরভূমের ১১ টি থানা এলাকায় কড়া নজরদারিতে চলছে তল্লাশি অভিযান।মহম্মদবাজার,রামপুরহাট,নলহাটি, কাঁকড়তলা,লোকপুর,খয়রাশোল থানা এলাকাগুলো থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ বিস্ফোরক।পুলিশ সুপার শ্যাম সিং জানান,আগামী দিনে একই ভাবে তল্লাশি অভিযান চলবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584