ডুয়ার্স থেকে নিখোঁজ নাবালিকা

0
341

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

the girl missing from duarce
কন্যার ছবি হাতে মা।নিজস্ব চিত্র

ডুয়ার্স থেকে রহস‍্যজনক ভাবে নিখোঁজ পনেরো বছরের নাবালিকা।পরিবারের সন্দেহ, দালাল চক্রের হাতে পড়েছে তাদের নাবালিকা কন‍্যা। মাদারিহাট থানা ও আলিপুরদুয়ার সিডাব্লুসির কাছে লিখিত অভিযোগ করেছে পরিবারের সদস‍্যরা।

the girl missing from duarce
অভিযোগপত্র।নিজস্ব চিত্র
the girl missing from duarce
নিখোঁজ নাবালিকার মামা।নিজস্ব চিত্র

আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের মধ‍্য মাদারিহাট এলাকার ঘটনা।

উল্লেখ্য,সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা হিমা শর্মা তার ১৫ বছর বয়সের নাবালিকা কন‍্যা গত ২৫ শে মার্চ,বাজার যাবার নাম করে দিনের বেলা বের হয় তারপর আর তার কোনো খোঁজ নেই,পরিবারের লোক জন বহু খোঁজাখুঁজি করেও লাভ হয়নি।তারপর এই বিষয়ে পরিবার গত ২৬ মার্চ মাদারিহাট থানায় লিখিত অভিযোগ করে। কিন্ত আজ অবধি কোনো খোঁজ পাওয়া যায়নি নিখোঁজ মেয়েটির।

আরও পড়ুনঃ জঙ্গল থেকে উদ্ধার নিখোঁজ লরি চালকের কঙ্কাল

নিখোঁজ নাবালিকার পরিবারের সদস‍্যরা জানান, আমরা মাদারিহাট থানা ও আলিপুরদুয়ার সিডাব্লুসি কাছে লিখিত অভিযোগ করেছি কিন্ত এখন অবধি মেয়ের কোনো সন্ধান পায়নি । আমরা চাই আমাদের মেয়ে ফিরে আসুক।পুলিশ ঘটনার তদন্ত করছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here