আক্রান্ত প্রৌঢ়া,ধৃত আক্রমণকারী নাতি

0
55

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ

the grandson of the attacked attacker
ধৃত আক্রমণকারী।নিজস্ব চিত্র

৭৫ উর্ধ্ব বৃদ্ধাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিল নাতি। আক্রান্তকে উদ্ধার করে নাতিকে পুলিশের হাতে তুলে দিলে এলাকাবাসী।

বালুরঘাট শহরের বঙ্গি কুণ্ড কলোনিতে দীর্ঘদিন ধরে বসবাস করেন প্রৌঢ়া শিখা সাহা।স্বামী বহুদিন আগেই গত হয়েছেন।তার দুই ছেলে অসীম সাহা ও আশীষ সাহা।  বাড়িতে নাতি সুকান্ত  সাহার সঙ্গে থাকতেন শিখা দেবী।এলাকাবাসীর অভিযোগ বেশ কিছুদিন ধরে নাকি শিখা দেবীর উপর অত্যাচার চলত।অভিযোগ,সুকান্ত সাহা মাঝেমধ্যেই নেশাগ্রস্ত হয়ে এই অত্যাচার চালাত।শুক্রবার অত্যাচারের মাত্রা বেড়ে যায়।তাকে মারধোর করে বাড়ির বাইরে রাস্তায় ফেলে দেয়।  এতে ক্ষিপ্ত হয়ে উঠে এলাকাবাসী।তারা প্রতিবাদ করে এবং খবর দেওয়া হয় বালুরঘাট থানায়।খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ বৃদ্ধাকে উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায় এবং সুকান্ত সাহা কে আটক করে।স্থানীয় বাসিন্দা স্বপ্না চক্রবর্তী জানান,দীর্ঘদিন ধরে বৃদ্ধার নাতি সুকান্ত সাহা মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে শিখা দেবীকে মারধর করত।প্রতিদিনের মত এদিনও মদ খেয়ে তাকে মারধর করে রাস্তায় ফেলে দেয়।প্রতিবেশী হিসাবে আমরা আজ তার প্রতিবাদ করি এবং বালুরঘাট থানায় খবর দিই।পুলিশ এসে অসুস্থ বৃদ্ধাকে তুলে নিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে দেয়,এবং সুকান্তকে গ্রেফতার করে বালুরঘাট থানায় নিয়ে যায়।

আরও পড়ুনঃ সেই তৃণমূলেই আস্থা,রামজীবনপুরে অনাস্থা এনে পরাজিত বিজেপি

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here