নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
২০১৯ কেমন কেটেছে বিশ্ববাসীকে তা মনে করাতে সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থানবার্গের একটি টুইট নেটিজেনদের অপ্রিয় সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছে।
পরিবেশ আন্দোলনে গ্রেটা থানবার্গ একটি যুগান্তকারী নাম। ‘ওয়ার্ল্ড ইকনোমিক ফোরাম’-এ তাঁর বক্তৃতার পর সারা পৃথিবীর কাছে গ্রেটা একজন সাহসী সমাজকর্মী হিসেবে জায়গা করে নিয়েছে।
Our house is on fire.#2019in5words
— Greta Thunberg (@GretaThunberg) December 28, 2019
গতকাল সে টুইট করে জানিয়েছে, ‘‘আমাদের বাড়িতে আগুন লেগেছে।” মাত্র পাঁচটি শব্দে সে প্রকাশ করেছে ২০১৯ সালের সারসংক্ষেপ। সে বলেছে, পরিবেশকে বাঁচাতে হলে প্রত্যেককে পদক্ষেপ নিতে হবে।
আরও পড়ুনঃ ছুটির দিনে কাজের বিরক্তি প্রকাশ, বাবাকে ট্রল সানার
আমরা যদি এটা মনে করতে না পারি যে আমাদের নিজেদের বাড়িতে আগুন লেগেছে, তাহলে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারব না। কারণ সত্যি সত্যি আমাদের বাড়িতে আগুন লেগেছে।
কিছুদিন আগেই এই ১৬ বছরের কিশোরী ডোনাল্ড ট্রাম্প, ন্যান্সি পোলোসিকে হারিয়ে টাইমস পার্সন অফ দ্য ইয়ার খেতাব জয় করে নিয়েছে।
আরও পড়ুনঃ প্রতিরক্ষা বাহিনীর নতুন প্রধান পদে আইনি সীলমোহর
‘ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম’-এ বক্তৃতায় সে বিজ্ঞদের উদ্দেশ্যে বলেছিল, আমি চাই আপনারা আমাদের মতো তরুণ প্রজন্মকে আশা না দিয়ে প্রথমে আতঙ্কিত হন।
পরিবেশ সংক্রান্ত ভয়াবহতা আমরা রোজ যেটা অনুভব করি, আমি চাই সেটা আপনারা আগে অনুভব করুন। তারপর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন। আতঙ্কিত না হলে বুঝতে পারবেন না, পরিবেশের কী ভয়ঙ্কর অসুখ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584