সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
কাটমানি ফেরানোর দাবিতে বিক্ষোভ।তৃনমূল বুথ সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ সরব হয় বিজেপি কর্মীরা।দক্ষিন ২৪ পরগনা মথুরাপুর লোকসভার,কাকদ্বীপ বিধানসভার নামখানা ব্লকের বুদাখালী অঞ্চলের ২২৫/২২৬ নং বুথের ঘটনা।তৃণমূলের পঞ্চায়েত সদস্য দীপক সামন্ত কে বাড়ীতে না পেয়ে বুথ সভাপতি রাজু নস্করের বাড়ী ঘেরাও করে বিক্ষোভকারীরা।অভিযোগ এই রাজু নস্করের স্ত্রী পঞ্চায়েতের সদস্য থাকাকালীন গত ৫ বছরের বহু দূর্নীতির অভিযোগ ছিল।
তাই এদিন বিভিন্ন সরকারী প্রকল্পের কাটমানির টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা।বিক্ষোভের খবর পেয়ে কাকদ্বীপ থানার পুলিশ আসে।পুলিশ দেখে জনতা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে,পুলিশ জনগনের উদ্দেশ্যে আবেদন জানায় লিখিত অভিযোগ নিয়ে থানায় আসার।
আরও পড়ুন: কাটমানি ইস্যুতে প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের বাড়ি ঘেরাও
তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাসও দেয়। পুলিশ চলে যাওয়ার সময় সজল প্রামানিক ও বিশ্বনাথ সাঁতরা নামে ২ জন বিজেপি কর্মী কে ধরে নিয়ে যায়।বুথ সভাপতি রাজু নস্করকে গ্রেফতার করে।পরে অবশ্য বিশ্বনাথ সাতরা ও রাজু নস্করকে ছেড়ে দিলেও,তৃণমূলের নেতাদের কথায় সজল প্রামানিককে বুথ সভাপতির বাড়ি ঘেরাওয়ের অভিযোগে থানায় আটকে রেখে দেয় পুলিশ এমনটাই অভিযোগ।ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584