শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
ফের বধু নির্যাতনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের ভূশিলা গ্রামে। জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের বটুন এলাকার বাসিন্দা পলি মালীর (নাম পরিবর্তিত) সাথে বালুরঘাটের বাসিন্দা অর্জুন মালীর (পেশায় টোটো চালক) বছর পাঁচেক আগে বিয়ে হয়। তাদের বছর চারেক এর একটি সন্তান আছে বলে জানা গিয়েছে।
বিয়ের পর থেকেই পলি দেবীর উপর অত্যাচার চালাত তাঁর স্বামী, শ্বশুর ও শাশুড়ি। এর আগে পলি দেবীকে মেরে গর্ভস্থ দশ মাসের সন্তানকে খুন করার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ।
আরও পড়ুনঃ যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার নাট্যব্যক্তিত্ব সুদীপ্ত চট্টোপাধ্যায়
গত তিনদিন ধরে পলি দেবীর উপর তাঁর স্বামী, শ্বশুর-শাশুড়ীর অত্যাচারের পরিমাণ বেড়ে যাওয়ায় তাঁকে রক্ষা করতে এগিয়ে আসে ওই এলাকার জনসাধারণ। তাদের সাহায্যেই আজ বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পলি দেবী। লিখিত অভিযোগ জমা দেবার পরই স্বামী, শ্বশুর ও শাশুড়ির খোঁজে তল্লাসি শুরু করে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584