সমর্পিতা বন্দোপাধ্যায়, ওয়েবডেস্কঃ
বানারস হিন্দু বিশ্ববিদ্যালয়(BHU)-র উদ্যোগে তিন দিনের একটি ওয়েব সেমিনারের আয়োজন করা হয়ে ছিল। যেহেতু লকডাউন চলছে তাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজন করা হয়েছিল এই সেমিনারের। এই সেমিনারের বিষয় ছিল, “Covid-19 The Mahamana’s Indian Vision In Global Context”।
এই ওয়েব সেমিনারে উপস্থিত ছিলেন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী ড. রমেশ পোখরিয়া নিশানক। তিনি বলেন যে, ” আমাদের নতুন করে যে শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে তাতে নতুন করে আবার বৈদিক শিক্ষা ব্যাবস্থাকে ফিরিয়ে আনা হচ্ছে এবং তার সাথে সাথে বিজ্ঞান বিষয়ের ওপর আরও জোর দেওয়া হচ্ছে।
Union HRD Minister, @DrRPNishank today inaugurated the 3-day national #webinar on #COVID-19: Mahamana’s Indian Vision in Global Context” organized by Mahamana Malaviya Mission, #BHU Unit. Dr. Pokhriyal focussed on Mahamana‟s perception on #development of free #India.@VCofficeBHU pic.twitter.com/raYG87g1jq
— BHU Official 🇮🇳 #StayHomeStaySafe (@bhupro) May 9, 2020
সারা বিশ্ব যখন ভারতের থেকে শিখছে তখন ভারতেও এই শিক্ষাকে আবার ফিরিয়ে আনা হচ্ছে। ভারতের শিক্ষা সংস্কৃতি ঐতিহ্য যা কিনা দেশের বড় শক্তি যার সাহায্যে কোটি কোটি ভারতবাসী এক সাথে রয়েছে। তাই এই সময়ে দাঁড়িয়ে মহামান্যর দৃষ্টিভঙ্গি খুবই প্রাসঙ্গিক। তিনি নিজে বলেছিলেন, ‘বেদে ফিরে যাও’, যা কিনা প্রত্যেক দিনের অঙ্গ হওয়া উচিত।
আরও পড়ুনঃ জম্মু-কাশ্মীরে ৪জি ইন্টারনেট পরিষেবা ফিরিয়ে দেওয়ার আবেদন প্রত্যাখ্যান করল সুপ্রিম কোর্ট
They are busy with changing science.https://t.co/tYfwSIlkZu
— Shiv (@Shivapr99560049) May 10, 2020
এদিন আরএসএস-র তরফ থেকে তাদের সম্পাদক ড. কৃষ্ণ গোপাল যোগ দিয়েছিলেন এই ওয়েব সেমিনারে। সেখানে তিনি বলেন যে “মহামান্য এমনি শিক্ষা চেয়েছিলেন যা কিনা সারা বিশ্বের জ্ঞান অর্জন করে আধ্যাত্মিকতার সঙ্গে মিলিয়ে একটি সুশিক্ষা-র গঠন হোক। তাঁর এই ভাবনা থেকেই বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। আমাদের সকলের উচিত তার দেখানো পথ ধরে এগিয়ে যাওয়া। “
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584