পিয়ালী দাস,বীরভূমঃ
বৃহস্পতিবার বীরভূমের সদাইপুরে বোমা বিস্ফোরণে আহত হয় চার বিজেপি কর্মী। গুরুতর জখম অবস্থায় তাদেরকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।সদাইপুর থানার ওসি পার্থ মন্ডলের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী রাতভর তল্লাশি চালিয়ে বেশ কয়েকশো বোমা উদ্ধার করে।
বোমাবাজি ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তৃণমূল এবং বিজেপির ১০জন কে গ্রেপ্তার করে।বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিং জানান, বীরভূমের সমস্ত থানার ওসিদের নির্দেশ দেওয়া হয়েছে কড়া নজরদারি চালানো।
এলাকায় লুকিয়ে থাকা দুষ্কৃতীদের কাছে বোমা অস্ত্র উদ্ধার করার।বাড়তি নজরদারি চালানো হচ্ছে বীরভূম ঝারখন্ড সীমান্তবর্তী থানা এলাকাগুলোতে।বোমা উদ্ধারকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয় পক্ষ একে অপরের ওপর দোষারোপ করে পিঠ বাঁচাতে চাইছে।
আরও পড়ুনঃ মল্লারপুরে ভোররাতে বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা
দুবরাজপুরের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ভোলানাথ মিত্র বলেন, বিজেপি বাইরে থেকে লোক নিয়ে এসে এলাকা দখলের চেষ্টা করছে।নানান ধরনের অস্ত্র মজুদ করছে।পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করে অবিলম্বে সেইসব বেআইনি অস্ত্র উদ্ধার করুক আমরা এটাই বলেছি।
বীরভূম জেলা বিজেপির সাধারণ সম্পাদক কালো সোনা মন্ডল অবশ্য সমস্ত দায়ভার চাপিয়ে তৃণমূলের ঘাড়ে।তিনি দাবি করেন, তৃণমূল কংগ্রেস এলাকায় বোমা বানানোর কারখানা তৈরি করে ফেলেছে।মানুষ প্রতিবাদ করলেই তারা বোমা ছুঁড়ে তাদেরকে খুন করার চক্রান্ত করছে প্রতিনিয়ত। বোমা নিয়ে রাজনীতি করে না বিজেপি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584