ওয়েবডেস্ক,নিউজফ্রন্টঃ
“রহস্যজনক কালো বাক্স” নিয়ে মোদির বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ কংগ্রেসের।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত সপ্তাহে হেলিকপ্টারে চড়ে চিত্রদুর্গে বিজেপির হয়ে নির্বাচনী প্রচারে আসেন।ওই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হেলিকপ্টারে করে নির্বাচনী প্রচারে আসার একটি ভিডিও প্রকাশ করেছে কংগ্রেসের কর্ণাটক ইউনিট।
A mysterious box was unloaded from PM Modi’s helicopter at Chitradurga yesterday and loaded into a private Innova which quickly sped away. The #ElectionCommission should enquire into what was in the box and to whom the vehicle belonged. @ceo_karnataka pic.twitter.com/iudqT143Bv
— KPCC President (@KPCCPresident) April 13, 2019
১৪ মিনিটের একটি ভিডিও প্রকাশ করে কংগ্রেস দাবি করছে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার মাটিতে নামান পর একটি কালো রঙের বাক্স কপ্টার থেকে একটি টয়োটা ইনোভা গাড়িতে তোলা হয় এবং সাথে সাথেই গাড়িটি দ্রুত গতিতে ওই স্থান ত্যাগ করে। গাড়িটি এস পি জি কনভয়ের অন্তর্ভুক্ত ছিল না বলে দাবি কংগ্রেসের।
গত শনিবার কর্ণাটকের প্রদেশ কংগ্রেস সভাপতি দিনেশ গুন্ডু রাও ১৪ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করে কর্নাটকের মুখ্যমন্ত্রী নির্বাচনী আধিকারিককে টুইটারে ট্যাগ করে লিখেছেন,”গতকাল চিত্রদুর্গে প্রধানমন্ত্রী মোদীর হেলিকপ্টার থেকে একটি রহস্যজন কালো বাক্স নামিয়ে একটি ইনোভা গাড়িতে তোলা হয়েছিল এবং সেটি দ্রুত চলে যায়।নির্বাচন কমিশনের উচিত ওই কালো বাক্সে কী ছিল এবং গাড়িটি কার এ নিয়ে তদন্ত করা।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584