পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ
ইসলামপুর উচ্চ বালক বিদ্যালয়ে আজ রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রাব্বানী ও ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানায়ালাল আগরওয়াল ও ইসলামপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম উদ্দিন সহ বিভিন্ন শিক্ষক-শিক্ষিকাদের ছাত্রদের উপস্থিতিতে আজ পশ্চিমবঙ্গ সরকার দেওয়া রাজ্যের সেরা স্কুলের ট্রফি এক লক্ষ টাকার চেক এবং মানপত্র চারাগাছ সবার হাতে তুলে দেওয়া হয়।
প্রথমে স্কুলে ছাত্ররা সারিবদ্ধ ভাবে দাঁড়ায় এবং সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে তাদেরকে সেই ট্রফি এবং মানপত্র দেখানো হয় এর ফলে তারা আনন্দে মেতে ওঠে এবং ট্রফি নিয়ে আনন্দ করতে থাকে।
আরও পড়ুনঃ সেরার সম্মানে উচ্ছ্বসিত পড়ুয়ারা
মুখ্যমন্ত্রী দেওয়া সেই চারাগাছটি তারা স্কুল প্রাঙ্গণে একটি জায়গায় প্রধান শিক্ষক এবং রাজ্য গ্রাম উন্নয়ন দফতরের মন্ত্রী ও ইসলামপুর পৌরসভা গোলাম রব্বানী ও ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান সবাই মিলে ওই গাছটি লাগান স্কুলে।
এই খুশির জন্য আগামী দিনে এক বড় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক সেলিমউদ্দিন আহমেদ।তিনি আরো জানান যে, “আমরা আজ গর্বিত যে স্কুল শিক্ষা দফতর এবং মুখ্যমন্ত্রী আমাদের হাতে এই পুরস্কার তুলে দিয়েছেন আমরা এতে গর্বিত,স্কুলের প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্য আরো বাড়লো আমরা স্কুলকে আরও আগে নিয়ে যেতে পারব।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584