শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ
সাধারন মানুষের সাথে সরাসরি যোগাযোগ স্থাপনের উদ্দেশ্যে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী চালু করছেন “দিদিকে বলো” ফোন নম্বর ও ওয়েবসাইট।এর মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি মুখ্যমন্ত্রীকে তার অভাব অভিযোগ জানাতে পারবেন।
এই বার্তাই দক্ষিণ দিনাজপুর জেলার সাধারন মানুষের কাছে পৌঁছে দিতে তৃণমূল ছাত্র জেলা সভাপতি তথা প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ বালুরঘাট পৌরসভার সুবর্নতট সভাগৃহে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন।
আরও পড়ুনঃ পিকের সাথে বৈঠক শেষে ‘দিদিকে বলো’ ওয়েবসাইট
এই সম্মেলনে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি জানান আগামী কিছুদিনের মধ্যেই তৃণমূলের সব জনপ্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর “দিদিকে বলো” এর প্রচার গ্রামে গ্রামে ছড়িয়ে দেবেন।
এই ফোন নম্বর ও ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ মানুষ তার অভাব অভিযোগ পরামর্শ সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে জানাতে পারবেন।ইতিমধ্যেই এই নম্বর ও ওয়েবসাইট তার কাজ শুরু করে দিয়েছে বলেও অর্পিতা ঘোষ জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584