মনিরুল হক, কোচবিহারঃ
হাওড়ায় আইনজীবীদের উপর হামলার ঘটনার প্রতিবাদে মিছিল করে মাথাভাঙ্গা মহকুমার অতিরিক্ত জেলা ও দায়রা বিচারকের কাছে স্মারকলিপি দিলেন স্থানীয় বার অ্যাসোসিয়েশনের সদস্যরা।আজ মাথাভাঙ্গার আইনজীবীরা ওই প্রতিবাদ আন্দোলন করেন। সেখানে উপস্থিত ছিলেন বার অ্যাসোসিয়েশনের সভাপতি গোপাল রায়,প্রবীন আইনজীবী শীতল রঞ্জন সাহা সহ বেশ কয়েকজন বিশিষ্ট আইনজীবী।
এবছর ২৪ এপ্রিল হাওড়া আদালত চলাকালীন আইনজীবীদের সাথে গাড়ি পার্কিং করা নিয়ে বিরোধ তৈরি হয়।ওই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সাথেও গণ্ডগোলে জড়িয়ে পড়লে আইনজীবীদের নিগ্রহ করা হয় বলে অভিযোগ ওঠে।এর প্রতিবাদ জানিয়ে রাজ্য জুড়ে আইনজীবীরা কর্মবিরতি শুরু করেছেন।আজ ওই কর্মবিরতি ২৩ দিনে পড়েছে।
কিন্তু ওই ঘটনা নিয়ে প্রশাসন বা রাজ্য সরকার কোন পদক্ষেপ না নেওয়ায় আইনজীবীদের মধ্যে ক্ষোভ বাড়তে শুরু করে।বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল করে বিক্ষোভ দেখান আইনজীবীরা।এদিন ওই ঘটনার প্রতিবাদে মাথাভাঙাতেও আইনজীবীরা প্রতিবাদ মিছিল করে মাথাভাঙ্গা মহকুমা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারকের কাছে স্মারকলিপি দেন।
দীর্ঘদিন ধরে টানা কর্মবিরতির জেরে বিচার প্রার্থী ও তাঁদের পরিবারের লোকজন সমস্যায় পড়েছেন।ফলে তাঁদের মধ্যে ক্রমশ ক্ষোভ তৈরি হচ্ছে।তাই সমস্যা সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584