ওড়িশায় কাজে গিয়ে নিগৃহীত মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক

0
49

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

বারবার ভিন রাজ্যে কাজে গিয়ে মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিকদের হেনস্তা হতে হচ্ছে। আবার কোথাও তো পিটিয়ে মেরে ফেলার ঘটনাও দেখা গিয়েছে।

the labor arrested when worked in odisha | newsfront.co
নিজস্ব চিত্র

সেই একই ঘটনার পুনরাবৃত্তি হল মুর্শিদাবাদের লালগোলা থানার নসীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই এলাকার অধিকাংশ মানুষ দীর্ঘদিন ধরে ওড়িশার ময়ূরভান জেলার বারীপদা শহরে। কিছুদিন ধরেই বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার করা হচ্ছে। মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। এমনটাই জানায় ফিরে আসা শ্রমিকেরা।

৪ অক্টোবর এমনই মিথ্যে অভিযোগে পুলিশ গ্রেপ্তার করে ১৩ জনকে। তাদেরকে ২০ দিন জেলে হেফাজতে রাখাও হয়। আবার গতকাল কালকে ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

the labor arrested when worked in odisha | newsfront.co
নিজস্ব চিত্র

এমনই এক শ্রমিক রুহুল আমিন জানায় আমাদের কে মিথ্যে অভিযোগে ফাঁসানো হচ্ছে । আমরা বাঙালি বলেই আমাদের কাজ করতে দেওয়া হচ্ছে না, আমাদের বলা হচ্ছে তোমরা তোমাদের রাজ্যে কাজ করো গা , আমাদের রাজ্যে তোমরা আসবে না।

আরও পড়ুনঃ কাশ্মীরে কর্মরত পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাল রাজ্য সরকার

শ্রমিকদের এখন একটাই কথা আমাদের যদি বাইরে কাজ করতে না দেওয়া হয় তাহলে আমরা খাবো কি ? রাজ্যে কাজের ব্যবস্থা করুক রাজ্য সরকার । রাজ্য সরকারের পক্ষ থেকে জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান ফোনে শ্রমিকদের সঙ্গে কথা বলেন।

আজ তার প্রতিনিধি শ্রমিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা সমস্ত রকম সাহায্য করবো , আমি কথা বলেছি ওখানকার এসপির সঙ্গে। যত তাড়াতাড়ি সম্ভব আমরা ব্যবস্থা নিচ্ছি বলে জানান সাংসদ খলিলুর রহমান।

ফিরে আসা শ্রমিক রহিদ শেখ , রুহুল আমিন , জেশু শেখ , জহিরুল ইসলাম , সহ আরো অন্যান্যরা জানায় আমাদের উপর বিনা কারণে অত্যাচার করছে ওড়িশা পুলিশ।

তাদের দোষ একটাই তারা বাঙালি। বাঙালিদের থাকতে দেবে না বলেই এমন করছে বলে জানায় ফিরে আসা শ্রমিকেরা। আবার অনেক শ্রমিকের পরিবার সূত্রে জানা যায় তাদের ছেলেকে কাল গ্রেপ্তার করেছে পুলিশ ।

এখন জামিনের জন্য প্রচুর পরিমাণে টাকা চাইছে। কিনতু আমরা কোথায় পাবো টাকা। কি করে জামিন করাবো আমরা ? অনেকে আবার সোনা বিক্রি করে জামিনের টাকা যোগাড় করছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here