ধৃত আন্দোলনকারীদের অভুক্ত রাখার অভিযোগ ক্ষতিগ্রস্ত জমিদাতাদের

0
49

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

the landowners damage for keep hungry protester
গ্রেফতারী ঘোষণার পর।নিজস্ব চিত্র

জামিনযোগ্য ধারায় পুলিশ গ্রেপ্তার করে পুলিশের কাছ থেকে জামিন নিতে রাজী নয় ইসলামপুর বাইপাসের ক্ষতিগ্রস্থ জমিদাতারা।ফলে সারা রাত খোলা আকাশের নীচে বসে থাকলেন ধৃত আন্দোলনকারীরা।চাকুলিয়ার বিধায়ক আলী ইমরান রামজের অভিযোগ জামিন যোগ্য ধারায় গ্রেপ্তার হলেও বিচারকের কাছ থেকে তারা জামিন নেবেন।

the landowners damage for keep hungry protester
আইন মেনে গ্রেফতার হওয়ার ঘোষণা।নিজস্ব চিত্র

পুলিশ ব্যক্তিগত জামিনে ছেড়ে দিতে চাইলেও তারা সেই কাজ করবেন না।বিধায়কের আরও অভিযোগ পুলিশ শিশু,মহিলাদের গ্রেপ্তার করে ইসলামপুর থানায় নিয়ে এলেও সারারাত তারা অভুক্ত অবস্থায় থেকে গেছেন।তাদের জন্য বাথরুমের ব্যবস্থাটুকু করা হয় নি।পুলিশের এই অমানবিক আচরনে পুলিশের সংগে কংগ্রেস নেতার মধ্যে তর্কাতর্কি বাধে।

আরও পড়ুনঃ স্কুল বন্ধ করে সরকারি ক্যাম্প,ক্ষোভ আন্দোলনকারীদের

the landowners damage for keep hungry protester
গ্রেফতারের নির্দেশ।নিজস্ব চিত্র
the landowners damage for keep hungry protester
নিজস্ব চিত্র

ইসলামপুর বাইপাসে ক্ষতিগ্রস্থ জমিহারাদের ক্ষতিপূরনের দাবিতে গত বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে চাকুলিয়ার ফর‍য়ার্ড ব্লক বিধায়ক আলী ইমরান৷রামজের নেতৃত্বে ধর্নায় বসেছিলেন।

the landowners damage for keep hungry protester

১৪৪ ধারা ভাঙার অভিযোগ গতকাল বিকালে পুলিশ তাদের গ্রেপ্তার করে ইসলামপুর থানায় নিয়ে আসে।জামিনযোগ্য ধারায় গ্রেপ্তার করায় পুলিশ ধৃতদের আদালতে পাঠাতে রাজী নয়।আন্দোলনকারীরাও নাছড়বান্দা তারা পুলিশের কাছ থেকে ব্যাক্তিগত জামিন নেবেন না।ফলে গতকাল বিকেল থেকে থানার সামনেই বসে আছে ক্ষতিগ্রস্থ কয়েক শ জমিহারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here