নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:
বিজয়ার রেশ কাটতে না কাটতেই আরও এক দেবী বন্দনায় মেতে উঠেছে মৃৎশিল্পীরা। ব্যস্ততার অন্ত নেই। নেই ছুটি। অন্তত ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের চিত্রটা ঠিক এরকম। কোজাগরী লক্ষ্মী পুজো উপলক্ষে প্রতিমা তৈরিতে ব্যস্ত ঝাড়গ্রাম জেলার মৃৎশিল্পীরা।
আগামী কাল মা আসছেন। দিনরাত চলছে প্রতিমা তৈরির কাজ। খড়, মাটি দিয়ে তৈরি প্রতিমার গায়ে দেওয়া হয়েছে মাটির প্রলেপ। সময় নিয়ে রোদে শুকিয়ে শুষ্ক মাটির শরীরে দেওয়া হচ্ছে রঙের প্রলেপ, চলছে অলঙ্কার পরানোর কাজ।
আরও পড়ুনঃ প্রতিমার চাহিদা কম, হতাশ মৃৎ শিল্পীরা
ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের ২নং ব্লকের রান্টুয়ার ‘কুমারটুলির’ মৃৎশিল্পী তপন দাস জানান, ‘বাইরে ও আমার কুমারটুলি মিলিয়ে মোট ১৬টি ঠাকুর করেছি। বাজার খুব একটা ভালো না।
জিনিসপত্রের যা দাম তাই লোক বেশি বাজেটের প্রতিমাও অর্ডার করছেন না। এক একটি প্রতিমা ৯০০ টাকা থেকে ৮ হাজার টাকায় বিক্রি করা হবে। অনেকেই তাদের পছন্দ মতো প্রতিমার অর্ডারও দিয়েছেন।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584