বিএসএফের বিরুদ্ধে ক্ষুব্ধ স্থানীয়দের বিক্ষোভ

0
43

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনাঃ

বিএসএফের বিরুদ্ধে অভিযোগে পথে নেমে বিক্ষোভ সাধারণ নাগরিকদের। ঘটনাটি ঘটেছে স্বরূপনগরের হাকিমপুর বাজার এলাকায়।

স্বরূপনগরের গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর বাজার ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা গেছে জন্মাষ্টমী দিন রাত্রে এলাকার ২৫০ জন সদস্য সত্যজিৎ বিশ্বাস পূর্ণিমা কুন্ডুর স্বামী পিন্টু কুন্ডু চেকপোস্ট নিয়ন্ত্রণের জন্য বাইরে আসে পরে রাতে ফেরার সময় তাদের বিএসএফের কর্তব্যরত জাওয়ানদের সাথে বচসা বাধে এবং পিন্টু কুন্ডু কে বিওপিতে নিয়ে যায় যদিও পরে তাকে ছেড়ে দেওয়া হয় পিন্টু কুন্ডুর অভিযোগ তাকে মারধর করা হয়।

the locality angry to bsf | newsfront.co
ক্ষোভ।নিজস্ব চিত্র

তারই প্রতিবাদে সকালে হাকিমপুর বাজার ব্যবসায়ী সমিতি হাকিমপুর বাসস্ট্যান্ডের চেকপোস্ট তোলার দাবি নিয়ে রাস্তায় বসে পড়ে এবং বিক্ষোভ দেখাতে শুরু করে।

আরও পড়ুনঃ নির্ধারিত দ্রব্য কম দেওয়ায় রেশন দোকানে তালা ঝুলিয়ে বিক্ষোভ জলঙ্গীতে

বিএসএফ জওয়ানরা আন্দোলনকারীদের লাগানো পোষ্টার ছিড়ে ফেললে আন্দোলনকারীরা বিএসএফের সাথে বচসায় জড়িয়ে পড়ে।

ওই খবর শুনে ছুটে আসে ঘটনাস্থলে স্বরূপনগর থানার ওসি। বসিরহাটের স্বরূপনগরের বিডিও, এসডিপিও। বিভিন্ন দফতরের আধিকারিকদের নিয়ে আলোচনায় বসেন এবং শান্তিপূর্ণ অবস্থানের মধ্যে ভুল-বোঝাবুঝির অবসান ঘটে সাথে বন্ধ প্রত্যাহার করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here