পুজোর খুশি নেই,আছে বাঁধ ভাঙার আতঙ্ক

0
113

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

হাতে মাত্র কয়েকটি দিন।তারপর বাঙালির বড় উৎসবে মাতবে গোটা বাংলা।উৎসব মুখর বাংলায় প্যান্ডেল তৈরী কেউবা কেনাকাটা নিয়ে ব্যস্ত।কিন্তু বাংলাই এমন এক গ্রাম আছে যেখানে পূজার আনন্দ বলতে কিছুই নেই।সেই গ্রাম যা অবস্থিত দক্ষিন সুন্দরবনে সাগরদ্বীপে।

locality panic in sundarban | newsfront.co
নিজস্ব চিত্র

বিধ্বংসী আইলার দুঃস্বপ্ন আজও ভুলতে পারেনি দক্ষিন সুন্দরবনবাসি।আজও স্মৃতি হয়ে রয়েছে ভাঙা বাধ।ভেঙে পরে থাকা টালির ছাউনি দেওয়া মাটি দেওয়াল দিয়ে তৈরী বসতবাড়ি। সাগরের নোনা জলে গ্রাস করেছে বিঘার পর বিঘা চাষের জমি,মাছের ভেড়ি।

রতিকান্ত মল্লিক,ক্ষতিগ্রস্থ পরিবার।নিজস্ব চিত্র

জীবনকে বাজি রেখে চাওয়া পাওয়া ভুলে রোজগারে নেমেছেন দক্ষিন সুন্দরবনের সাগরদ্বীপের ধবলহাট গ্রাম পঞ্চায়েতের এলাকাবাসি।২০০৯ সালে আইলা বিধ্বস্ত করেছিল গঙ্গাসাগর দ্বীপের ধবলাটের তিনটি মৌজার প্রায় তিন কিলোমিটার বাঁধ।

প্রিতা সর্দার,এলাকাবাসি।নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ স্কুলের দেওয়ালে বোমার দাগ, আতঙ্ক এলাকায়

চেমাগুড়ি,শিবপুর ,ধবলাট বাঁধের কাজ শুরুর কথা হলেও আজও হয়নি বাঁধ। দীর্ঘ ন’বছর কেটে গেলেও আজও পাইনি আইলার বাঁধ। আইলা বাঁধের পরিবর্তে প্রতিবছর বর্ষার মুখে কাজ হয় রিঙবাঁধের। যার ব্যতিক্রম চলতি বছরেও বদলাইনি।

রাজ্যর সেচ ও জল সম্পদ দফতরের ৬০ লক্ষ টাকা ব্যায়ে শুরু হয়েছে কাজ ।সাগরের স্রোত এতোটাই বেশি যে নির্মিয়মান রিঙ বাঁধ টিকছে না।ফলে স্রোতের জল গ্রাস করছে গ্রাম।বসত বাড়ি থেকে জলের কল সবটাই শেষ করে দিচ্ছে মনসা বাজার,বামুন পাড়া,যাসু পাড়ার মতো এলাকা।

সনাতন মন্ডল,স্থানীয় বিজেপি নেতা।নিজস্ব চিত্র

অনায়াসে প্রবেশ করছে নোনাজল।ফলে আতঙ্কে থাকতে হচ্ছে এলাকাবাসির।দুর্গাপূজার মরশুমে আনন্দ ভুলে রোজগারে নেমেছেন বাড়ির মহিলা পুরুষেরা।

সরকারী ভাবে আর্থিক ক্ষতিপূরন ঘোষনা হয়েছে ঠিকই কিন্তু যারা ক্ষতিগ্রস্থ বেশির ভাগ পাননি বলে দাবি।আষাঢ়,শ্রাবন,ভাদ্র,আশ্বিন চার মাস থাকতে হয় আতঙ্কে।কেউ অন্যত্র কেউবা বাঁধের উপর উপর জীবনকে বাজি রেখে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বেঁচে রয়েছেন।

আরও পড়ুনঃ হাতির তাণ্ডবে আতঙ্কিত এলাকাবাসী

স্বপন প্রধান,তৃণমূল যুব সভাপতি সাগর ব্লক।নিজস্ব চিত্র

কাজ নিয়ে অসন্তষ প্রকাশ করেন এলাকার বিজেপি নেতৃত্ব।আইলা কাজ বন্ধ রেখে কেন রিঙবাঁধ তা আবার প্রতিবছর এই নিয়েও অভিযোগ করেছেন বিজেপি স্থানিয় নেতৃত্ত সনাতন । যদিও বিজেপির অভিযোগ ভিত্তিহিন বলে দাবি করেছেন সাগর ব্লকের তৃনমূল যুবসভাপতি স্বপন প্রধান ।

বঙ্কিম হাজরা,বিধায়ক।নিজস্ব চিত্র

ষাঢ়াষাঢ়ি কোটালে জল যাতে প্রবেশ না করে সে কারনে রিঙ বাঁধ । বাঁধ নিয়ে অসান্ত করার চেষ্টা চালাচ্ছে বলে দাবি স্বপ্ন বাবুর । যদিও এলাকার বিধায়ক অরফে সঅগর বকখালি ডেভলপমেন্ট বোডের চিয়ারম্যান বম্কিম হাজরা নভেম্বর ডিসেম্বরের মধ্যো কাজ শুরু হওয়ার প্রত্তাশাদেন ।

আইলা বিধস্ত সাগরদ্বীপের প্রায় তিনশমানুষ ঘরছাড়া।পূজার মুখে কোন ক্রমে দিনযাপন করছেন এলাকাবাসি।চাওয়া পাওয়া বলতে কংক্রিটে আইলা বাঁধ।সেই আসাতেই রয়েছেন এলাকাবাসী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here