নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
জন অভিযোগ ও প্রতিবিধান শিবিরে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড বিদ্যাসাগর মঞ্চে এলেন জেলা শাসক।অভিযোগ শুনলেন।
কেউ শৌচাগার পায়নি,কেউ বাড়ি পায়নি,কেউ বিধবা ভাতা পায়নি,কারোর বাড়িতে জল পড়ছে নানা বিষয়ে অভিযোগ শুনে প্রতিকার করলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক রশ্মি কোমল।এছাড়াও এই দিন বেশকিছু বিকলাঙ্গ মানুষের সুবিধার্থে বেশ কিছু সামগ্রী দেওয়া হয়।
জেলাশাসক জানান, “অনেক মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করলাম।” অন্যদিকে পাওয়ার গ্রিড নিয়ে যথেষ্ট উত্তাল হয়ে পড়েছিল গড়বেতা তিন নম্বর ব্লকের বুড়ামারা গ্রামে,সে বিষয়ে জেলাশাসক রশ্মি কমল জানান কয়েকদিন বাদে আমি ওই এলাকায় পরিদর্শন করতে যাবো।
আরও পড়ুনঃ আলাদা রাজ্যের মান্যতার দাবিতে জেলাশাসককে ডেপুটেশন
এই দিন প্রায় ৩০০০ গ্রামবাসী অভিযোগ জানান,এই শিবিরে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি আকাশদীপ সিনহা সহ একাধিক ব্লক প্রশাসনিক আধিকারিকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584