নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
বাঙালির বারো মাসে তেরো পার্বণ।এর মধ্যে দুর্গোৎসব সেরা উৎসব সমস্ত বাঙালির কাছে।আর সেই দুর্গাপুজো আসতেই একদিকে যেমন পুজো কমিটিগুলোর তোড়জোড় বেঁধে গিয়েছে, অন্যদিকে মন্ডপ সজ্জা শ্রমিকরাও বসে নেই, দিনরাত এক করে চলছে মন্ডপ সজ্জার কাজ, এরই পাশাপাশি মৃৎশিল্পীরাও রাতের ঘুম উড়িয়ে প্রতিমা শয্যার কাজে লিপ্ত হয়েছেন।
অন্যদিকে যেভাবে দ্রব্যমূল্যের বৃদ্ধি বেড়ে গিয়েছে,এর ফলে মৃৎশিল্পীরা অনেকটাই আর্থিক সংকটে পড়ে গিয়েছে।এদিকে প্রতিমার দাম সেরকম না পাওয়ায় অনেকটা ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে এই মৃৎশিল্পীদের।
আরও পড়ুনঃ রাতের অন্ধকারে বিশ্বকর্মার মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, অতান্তরে মৃৎশিল্পী
এরি তথ্য খুঁজতে আমাদের প্রতিনিধি গিয়ে পৌঁছলেন পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার বরিশা এলাকায় এক মৃৎশিল্পের কাছে,শিল্পী সমর কাপড়ি জানান,যেভাবে প্রতিমা তৈরি সামগ্রী দাম বাড়ছে সেই হিসাবে তারা টাকা পাচ্ছেন না।
ফলে ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে এলাকার মৃৎশিল্পীদের কাজ।সরকার অবিলম্বে এর উপর নজর না দিলে হয়তো হারিয়ে যেতে পারে এই মৃৎশিল্পীদের জীবনযাত্রা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584