জঙ্গল লাগোয়া ভোটগ্রহণে কেন্দ্রে কর্মীদের নিরাপত্তা বিষয়ে বন দফতরের সাথে বৈঠক

0
35

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

The meeting of election member with forest department
শুভাঞ্জন দাস,জেলা নির্বাচন আধিকারিক।নিজস্ব চিত্র

আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে বন লাগোয়া এলাকায় বিভিন্ন ভোট গ্রহন কেন্দ্রে ভোট কর্মীদের নিরাপত্তার বিষয় নিয়ে বন দফতরের সঙ্গে বৈঠক করবে আলিপুরদুয়ার জেলা নির্বাচন দফতর। মঙ্গলবার আলিপুরদুয়ার জেলা নির্বাচন আধিকারিক শুভাঞ্জন দাস এই কথা জানিয়েছেন।

এদিন শুভাঞ্জন দাস বলেন, “ জঙ্গল লাগোয়া এলাকায় ভোটকর্মী পাঠানো নিয়ে বন দফতরের সঙ্গে বৈঠক করা হবে।প্রয়োজনে জলপাইগুড়ি থেকে বন দফতরের কর্মীদের নিরাপত্তার জন্য জঙ্গল লাগোয়া বিভিন্ন এলাকায় মোতায়েন করা হতে পারে।আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব।”

আরও পড়ুনঃ ভোটের আহ্বান নিয়ে চাটাই বৈঠকে বিধায়ক

উল্লেখ্য সম্প্রতি জলদাপাড়া জাতীয় উদ্যান ও বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল লাগোয়া বিভিন্ন এলাকায় বন্য জন্তুর আক্রমনের ঘটনা ঘটেছে। চিতাবাঘের আক্রমনে মানুষের মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছে। সেই কারনে ভোট কর্মীদের নিরাপত্তার বিষয়টি নিয়ে বন দফতরের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে আলিপুরদুয়ার জেলা নির্বাচন দফতর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here