নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
বানরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় লোকজন। ফালাকাটা ব্লকের বেংকান্দি গ্রামের বাসিন্দারা এই অতিষ্ঠের শিকার। কখনও গাছে, আবার কখনও বাড়ির ছাদে বাঁদর এসে ভিড় করছে এলাকায়। এভাবে লোকালয়ে বাঁদর ঘুরে বেড়ানোয় কম বেশি আতঙ্ক ছড়িয়ে পড়েছে চারিদিকে।
আরও পড়ুনঃ তীব্র শীতেও রাজনৈতিক উত্তেজনার পারদে সরগরম আলিপুরদুয়ার
শুক্রবার দুপুরেও গ্রামের বেশ কিছু এলাকায় এক বাড়ির পাঁচিলে উঠে বসে থাকতে দেখা যায় বাঁদরগুলিকে । কখনও গাছ থেকে ফুল ছিঁড়ে খাওয়া কখনও ধানের জমির উপর দিয়ে সটাং দৌড়ে যাওয়া,
কখনও কারও বাড়ির চালে আবার কখনও কারও বাড়ির উঠানে ঠাঁয় বসে থাকা– এভাবেই দেখা গেল তাদের।
স্থানীয় সূত্র থেকে জানা গেছে, বিভিন্ন প্রান্তে দাপিয়ে বেড়াচ্ছে এই বাঁদরগুলি । অবশ্য এ দিন তাদের দেখতে পেয়ে বেজায় খুশি হয়েছে ছোট ছোট শিশুরা। লোকালয়ে এভাবে বাঁদর চলে আসলেও বন দফতরের কোনও হেলদোল নেই বলে অভিযোগ করেছেন স্থানীয়রা ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584