নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
ফের ফালাকাটা বীরপাড়া সড়কে বিশালাকার দাঁতাল হাতি। রীতিমতো জাতীয় সড়কে দীর্ঘক্ষন রুটমার্চ করল একা দাঁতাল হাতি। দিনের আলোতে প্রধান সড়কে ঘুড়ে বেড়াল সে।
শুক্রবার সকালে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বরে প্রাতঃভ্রমণে বেরিয়ে এলাকার বাসিন্দারা দাঁতাল হাতির মুখোমুখি হয়ে পড়ে।
এদিন সকাল সাতটা নাগাদ একটি বিশাল দাঁতাল হাতি জটেশ্বর এলাকায় ঢুকে পড়ে হাতিটি প্রথমে জটেশ্বর – বীরপাড়াগামী প্রধান সড়কে ঘুরতে থাকে তারপর হাতিটি গ্ৰামে ঢুকে এদিকে হাতিটিকে দেখতে এলাকায় প্রচুর মানুষ ভিড় জমায় হাতিটি গ্ৰামে কিছুক্ষণ ঘোরাফেরা করে পরে হেদায়েত নগর এলাকায়। একটি ঝোঁপে বর্তমানে সে রয়েছে ।
আরও পড়ুনঃ অব্যাহত হাতির হানা, ক্ষতিপূরনের আশ্বাস বনদফতরের
ঘটনাস্থলে মাদারিহাট রেঞ্জের বনকর্মীরা পৌঁছেছে ও পুলিশ রয়েছে । এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ।
জানা গিয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে হাতিটি লোকালয়ে বেড়িয়ে পড়ে। ঘটনাস্থলে জলদাপাড়া জাতীয় উদ্যানের মাদারিহাট রেঞ্জের বনকর্মীরা পৌছেছেন।
জলদাপাড়া জাতীয় উদ্যানের সহকারি বন্যপ্রান সহায়ক মনিশ কুমার যাদব বলেন, ” ঘটনাস্থলে বনকর্মীরা রয়েছেন। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। সুযোগ বুঝে হাতিটিকে জংগলে ঢুকিয়ে দেওয়া হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584