অসুস্থ শিশুর পাশে দাঁড়ালেন সাংসদ

0
41

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরনায় সাহা দম্পতির বাড়ি ছুটে গিয়েছিলেন তিনি।তারপর উমার পরশ পেয়ে আশার আলো দেখছেন সাহা দম্পতি।পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার অামলাগোড়া গ্রামের বাসিন্দা বুবন সাহার অাড়াই বছরের বাচ্চার কিডনি সমস্যা।যমে মানুষে চলছে টানাটানি।শিশুর চিকিৎসায় বিপুল অার্থিক খরচ। উপায় খুঁজতে একমাত্র রাস্তা জঙ্গলমহলের মায়ের শরনাপন্ন হওয়া।কারন তার কাছ থেকে খালি হাতে কেউ ফেরেনা।তাই সোজা উপস্থিত হন কালিঘাটে।সেখানে সব দেখে শুনে তাকে ঝাড়গ্রামের সাংসদ ডাঃ উমা সরেনের সাথে দেখা করার নির্দেশ দেন।অপর দিকে কালিঘাট থেকে ফোন অাসে সাংসদের কাছে।

The MP standing beside  the sick child 2
অসুস্থ বাচ্চাকে পরীক্ষা নিরীক্ষা করছেন সাংসদ ডাঃ উমা সরেন। নিজস্ব চিত্র

আজ শুক্রবার গোয়ালতোড়ের পাথরপাড়া বিবেকানন্দ স্কুলের দ্বারোঘাটন ও বাৎসরিক অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন ঝাড়গ্রামের সাংসদ ডাঃ উমা সরেন।এর পরে অনুষ্ঠান শেষ করে সেখান থেকে প্রায় ৩০ কিমি দূরে গড়বেতার আমলাগোড়া গ্রামে শিশুটির বাড়ি পৌছে যান। নিজে ডাক্তার হওয়ার সুবাদে এবং সাথে থাকা অারো ২ জন ডাক্তার কে নিয়ে ভালো করে খতিয়ে দেখেন শিশুটিকে।এরপর বাচ্চাটির বাবা, মা কে জানান বাচ্চাটির চিকিৎসা সংক্রান্ত সমস্ত বিষয় দেখবেন তিনি।সাংসদের কাছে অাস্বাস পেয়ে জীবন ফিরে পায় সাহা দম্পতি।তাদের এক মাত্র সন্তান অাবার স্বাভাবিক জীবনে ফিরে পেতে পারে সাংসদের জন্য।সাংসদের মানবিকতায় মুগ্ধ এলাকাবাসীও।এরকম ভাবে কেউ পাশে এসে দাড়াতে পারে এটা তারা ভাবতেও পারেন না।খবর পেয়েই স্থানীয় নেতৃত্বও পৌছে যান সেখানে।সাংসদ যখন ফিরছেন সবাই তখন ধন্যধন্য করছে সাংসদকে।অার সাহা দম্পতি জলভরা চোখে অাকাশের দিকে জোড় হাত করে বলে চলেছে “ধন্য তুমি জঙ্গলমহলের মা জীবনে কোনো পূন্য করেছিলাম তাই তোমার মতো মাকে অামরা পেয়েছি” সাংবাদিকের প্রশ্নের উত্তরে শুধু একটায় কথা “ধন্য মায়ের ধন্য মেয়ে”।

আরও পড়ুনঃ দিনহাটায় গুলি ভর্তি পিস্তল সহ গ্রেপ্তার এক ব্যক্তি

সাংসদের বক্তব্য “আমাদের দলের এটাই শিক্ষা দলের সবাই মানুষের পাশে থাকে এটাই আমাদের জঙ্গলমহলের মায়ের উদ্দেশ্যে অঞ্জলি”।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here