ঝাঁ চকচকে, আলোময় শহর দেওয়ার অঙ্গীকার পৌরপিতার

0
123

নিজস্ব সংবাদদাতা, কালিয়াগঞ্জঃ

পুজোর আগেই শহর হবে ঝাঁ চকচকে আর আলো দিয়ে মুড়িয়ে দেওয়া হবে শহরকে। আর মানুষকে অসুবিধার সম্মুখীন হতে হবে না বলে আশ্বাস দিলেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের পৌরপতি কার্তিক চন্দ্র পাল।তিনি বলেন বিগত বছরগুলিতে মানুষ ভীষন অসুবিধায় সম্মুখীন হতে হত ছোট রাস্তা দিয়ে।অনেক জায়গায় পর্যাপ্ত আলোর ব্যাবস্থা ছিল না।কিন্তু এবছর গোড়ার দিক থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর অনুপ্রেরণায় ও মন্ত্রী অরুপ বিশ্বাস ও পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারির আন্তরিক প্রচেষ্টায় শহর জুড়ে নানান উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে যার ফলে এখন শহরের বিভিন্ন জায়গায় মানুষদের কিছুটা অসুবিধায় সম্মুখীন হতে হচ্ছে,কিন্তু সেই কাজগুলি হয়ে যাওয়ার পর মানুষকে পুরোনো দিনগুলির দিকে তাকাতে হবে না,শহরের চেহারাই পাল্টে যাবে তাই দ্রুত গতিতে শহরের উন্নয়নের কর্মকান্ড হওয়ার ফলে আজ বিভিন্ন জায়গায় মানুষকে একটু অসুবিধার মধ্যে পরতে হচ্ছে।পৌরপতি জানান বড় কিছু পেতে হলে একটু কষ্ট করতে হয়।

কালিয়াগঞ্জ পৌর শহর।নিজস্ব চিত্র

যে শহরের উন্নয়ন ছিল কালিয়াগঞ্জবাসীর কাছে স্বপ্ন,আজ সেই স্বপ্ন সত্যিকারে বাস্তবায়িত হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর আন্তরিকতায়।তিনি বলেন যে ভাবে কাজ চলছে তাতে এবার পুজোর আগেই শহরবাসী পেতে চলছে ঝাঁ তকতকে রাস্তা।শুধু তাই নয় শহর জুড়ে মুড়িয়ে দেওয়া হবে এল এ ডি লাইটে।যা একদিকে শহরের সৌন্দর্যকে শ্রীবৃদ্ধি করবে তেমনেই পৌরসভার বিভিন্ন পোলে পোলে সেই এল ডি আলো মানুষকে স্বাচ্ছন্দ্য নিরাপদে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেবে।পৌরপতি আরো জানান শহরের বিভিন্ন জায়গায় এই এল এ ডি আলো ছাড়াও উচ্চবাতি স্তস্ত লাগানোর ব্যাবস্থা করা হবে।এছাড়া শহরের হাইড্রেনের কাজ শুরু হওয়ায় বিভিন্ন জায়গায় রাস্তাঘাট একটু খারাপ হয়ে গিয়েছে।সেগুলি যাতে দ্রুত ঠিক করা যায় সে জন্য পৌরসভা দ্রুততার সাথে কাজ করছে , কার্তিক পাল জানান এত বড় উন্নয়নের কাজ করতে গিয়ে সকলের সহযোগিতা পেয়েছেন তেমনই আগামীদিনেও পাবেন বলে তার আশা।সব মিলিয়ে এবার যে শহরবাসী নতুন ভাবে পুজোর দিনগুলিতে সুন্দর ভাবে পুজো দেখতে পারবে সে ব্যাপারে কোন সন্দেহ নেই।এদিকে পৌরসভা এহেন ভুমিকায় খুশি শহরবাসী ।

আরও পড়ুনঃ গৃহবধূকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ শ্বশুর বাড়ির বিরুদ্ধে

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here