ফেসবুককে চ্যালেঞ্জ জানিয়ে আসছে হ্যালো অ্যাপ

0
74

কৌশিক ভট্টাচার্য,ডেস্ক রিপোর্টঃ

ফেসবুক থেকে তথ্য চুরির ঘটনা সামনে আসতেই গেল গেল রব উঠেছে সোশ্যাল মিডিয়ায়। এফবি নিয়ে অভিযোগও প্রচুর। কারও মতে, মানুষের থেকে মানুষকে বিচ্ছিন্ন করে দিচ্ছে ফেসবুক। কেউ বলছেন, যোগাযোগের থেকে নিজেকে দেখানোই বেশী হচ্ছে। আবার কারও দাবি, ফেসবুকের জন্যই লোক-লৌকিকতা ভুলতে বসেছে মানুষ। বিজয়ার প্রণাম সারতেও আর আত্মীয় বাড়ি যাওয়া হয় না, এফবি-তেই শুভেচ্ছা জানিয়ে কাজ সারছেন অনেকে।
এ তো গেল একদিক। অন্যদিকে আছে দৈত্যের মতো ফেসবুকের বৃদ্ধি। ছোট মাছ যেমন বড় মাছকে গিলে খায়, ফেসবুকও তেমন গ্রাস করছে অন্যান্য মিডিয়াকে। এমন বাড় দেখে শঙ্কিত অনেকে। ভারসাম্য রক্ষার জন্য তাই ফেসবুকের সমান্তরাল আরও একটি সোশ্যাল মিডিয়ার চাহিদা বেড়েছে ক্রমশ।
এসব মাথায় রেখেই বাজারে আসছে ‘অর্কুট’-এর নতুন রূপ ‘হ্যালো’। এই অ্যাপের মাধ্যমে সামাজিক মাধ্যম দৃঢ় হবে বলে মনে করছেন এর প্রতিষ্ঠাতা অর্কুট বুয়ুকতেন। তাঁর কথায়, ‘এখনকার সোশ্যাল মিডিয়া মানুষকে পরস্পরের কাছে আনার চেয়ে বিচ্ছিন্ন করছে বেশী। অংশ নেওয়ার বদলে নিজেকে ঢাক পেটানোই বড় হয়ে উঠেছে। আমাদের নতুন কিছু শুরু করতে হবে। ইন্টারেস্ট-বেসড কমিউনিটি হিসাবে গড়ে তোলা হয়েছে ‘হ্যালো’। সত্যিকারের বন্ধন গড়তে, সমান আগ্রহের ব্যবহারকারীরা এখানে একে অপরের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবেন।’
ইতিমধ্যে ব্রাজিলে শুরু হয়েছে ‘হ্যালো’ অ্যাপের ব্যবহার। এবার ভারতের বাজারে আসার পালা। পাশাপাশি আমেরিকা, জার্মানি এবং ফ্রান্সের জনগণও ‘হ্যালো’ ব্যবহার করতে পারবেন। অ্যাপ স্টোরে ফ্রি পাওয়া যাচ্ছে এই অ্যাপ। আইওএস ৯ এবং অ্যান্ড্রয়েডের কিটক্যাট ভার্সানে মিলছে ‘হ্যালো’।
এবার ভারতবাসীর ‘হ্যালো’ বলার অপেক্ষা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here