সুদীপ পাল,বর্ধমানঃ
বর্ধমান শহর ঢোকার মুখে ২নং জাতীয় সড়কের পাশে জোতরামের বামচাঁদাইপুর এলাকায় মিষ্টি হাব।প্রশাসনের পক্ষ থেকে বর্ধমানের মিষ্টি হাবকে ব্যাপকভাবে চালু করার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।শুধু মিষ্টি নয় এই হাবকে ব্যাপকভাবে চালু করার জন্য আঞ্চলিক ও নামিদামি কোম্পানীর স্টল দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।ইতিমধ্যেই টেণ্ডার ডাকাও হয়েছে।আগষ্ট মাসের ১৪ তারিখের মধ্যে টেণ্ডার জমা করার নির্দেশ দেওয়া হয়েছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে নামিদামি মিষ্টির সম্ভার নিয়ে শুরু হয়েছিল এই হাব, শুরুতে পনেরোটি স্টল ছিল কিন্তু কার্যত ক্রেতার অভাবে মুখ থুবড়ে পড়ে গোটা প্রকল্প। চালু হওয়ার পর থেকে সব দোকান ধীরে ধীরে বন্ধ হয়ে যায়, একটিমাত্র দোকান এখন চালু রয়েছে।
কয়েকদিন আগে বিদ্যুৎ বিল নিয়ে সমস্যা হয়। বকেয়া ছিল মিষ্টি হাবের বিদ্যুতের বিল। যা গিয়ে পৌঁছেছে প্রায় বাহান্ন হাজার টাকায় কিন্তু এই টাকা কে মেটাবেন তা নিয়ে দেখা দেয় সমস্যা। তাছাড়া ২ নং জাতীয় সড়ককে সিক্স লেন এবং দুপাশে সার্ভিস রোড তৈরীর কাজ শুরু করে দিয়েছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি।রাস্তা চওড়া করায় মিষ্টি হাবের সামনের কিছু অংশ ভাঙা পড়বে কিনা তা নিয়েও সংশয় ছিল। কিন্তু সব ভেবেই প্রশাসনের এই উদ্যোগ। জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব পুরো বিষয়টি দেখছেন বলে জানা যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584