মহঃ সফিউল আলম, বীরভূমঃ
প্রতিবারের মতো এবারও বুধবার রাজনগর মহাবিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ একই সাথে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও ছিল৷ মঞ্চে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন মহকুমা শাসক, বিডিও, স্থানীয় পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ, প্রাক্তন অধ্যক্ষ, বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষা প্রমুখ৷
এ দিন কলেজের জমিদাতাদের মঞ্চে আহ্বান জানিয়ে সম্মান জ্ঞাপন করা হয়৷ কৃতি ছাত্রছাত্রীদেরও পুরস্কার প্রদান করা হয় এ দিন৷
আরও পড়ুনঃ বিশ্ব মৃত্তিকা দিবসে কৃষকদের প্রশিক্ষণ শিবির
শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, ইংরাজি, বাংলা ও জেনারেল বিভাগের স্টল গড়ে তুলেছিল ছাত্রছাত্রীরা৷ প্রতিটি বিভাগের মাধ্যমে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়৷ নারী বিষয়ক একাধিক বার্তাও ছিল৷ অনুষ্ঠানকে ঘিরে সকলের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো৷
রাজনগর মহাবিদ্যালয়ের যাতে সার্বিক উন্নয়ন ঘটে সে বিষয়েও আলোকপাত করেন তথা মূল্যবান বক্তব্য রাখেন বিশিষ্ট বক্তারা৷ এ দিন মঞ্চে ছাত্রছাত্রীদের হাতে গাছের চারা তুলে দিয়ে সবুজ বার্তাও দেওয়া হয় কলেজের পক্ষ থেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584