নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুরের কাঁথি আদালত চত্বর থেকে রীতিমত ফিল্মি কায়দায় পালাল কুখ্যাত দুষ্কৃতী কর্ণ বেরা।এদিন তাঁকে আদালতে তোলার আগেই জিআরও সুশান্ত রানাকে খুব কাছ থেকে গুলি করে কর্ণ। এরপর বোমা ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যায় সে। কাঁথি আদালত সূত্রে জানা গেছে, আজ বেলার দিকে কর্ণ সহ ৪ জনকে আদালতে নিয়ে আসছিল পুলিশ। সেই সময় হঠাৎই একটি ব্যাগ থেকে পিস্তল বের করে জিআরও’র পেটে গুলি চালিয়ে দেয় সে।
তাঁকে আটকাতে গেলে পুলিশকে লক্ষ্য করে ব্যাপক বোমা ছুঁড়তে থাকে সে। এর জেরে কাঁথি আদালত চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
প্রসঙ্গতঃ কাঁথির বাসিন্দা কর্ণ বেরা একজন কুখ্যাত ডাকাত। বহু ডাকাতির ঘটনায় নাম রয়েছে তার। গত কয়েক বছর আগে মহিষাদলের কাপাসবেড়্যায় ৪১নং জাতীয় সড়কে পুলিশ কনস্টেবল নব কুমার হাইতকে গুলি করে মারে সে।
সেই মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে কাঁথি জেলে রয়েছে কর্ণ। সেখান থেকেও একবার পালিয়ে গিয়েছিল ওই দুষ্কৃতী। পরে তাকে নিজের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ, আজ আদালতে নিয়ে আসার সময় কোথা থেকে সে বন্দুক ও বোমা পেল তা নিয়েই ধ্বন্দে পুলিশ।
প্রায় ঘন্টা দুয়েকের রুদ্ধশ্বাস লড়াইয়ের পর অবশেষে ধরা পড়ল কর্ণ। কাঁথির ক্যালট্যাক্স মোড়ের একটি পরিত্যক্ত বাড়িতে গিয়ে লুকিয়ে পড়েছিল কর্ণ। তাকে দেখতে পেয়ে স্থানীয়রা ঘিরে ধরলে গুলি ছুঁড়তে থাকে সে। খবর পেয়েই কাঁথি থানার বিশাল পুলিশ বাহিনী ঘরটিকে ঘিরে ফেলে। এরপরেই নিজের বন্দুকের গুলি শেষ হয়ে যেতেই পালাতে চেষ্টা করে কর্ণ। এরপরেই তার পায়ে গুলি চালিয়েছে পুলিশ।
এই মুহূর্তে কর্ণকে গ্রেফতার করে কাঁথি থানায় নিয়ে আসা হচ্ছে। সেখান থেকে কড়া পাহারায় তাকে কাঁথি হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলে পুলিশ জানিয়েছে ।
আরও পড়ুনঃ পশ্চিম মেদিনীপুরে কাউন্সিলরের ভাইকে ছুরি মারার অভিযাগে গ্রেপ্তার রাজু
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584