রিচা দত্ত,মুর্শিদাবাদঃ
লোকসভা ভোটকে সামনে রেখে মুর্শিদাবাদ এবং প্রতিবেশী দুই জেলা বীরভূম মালদা ও পাশ্ববর্তী রাজ্য ঝাড়খন্ডের তিন জেলা সাহেবগঞ্জ,দুমকা,পাকুড়ের প্রশাসনিক আধিকারিকদের, নিরাপত্তা আইনশৃঙ্খলা বিষয়ক এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হল বহরমপুর গঙ্গাভবনে।এই বৈঠকে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের জেলা শাসক ডঃ পি উলগানাথন,জেলা পুলিশ সুপার শ্রী মুকেশ কুমার।মালদহের জেলা শাসক কৌশিক কৌশিক ভট্টাচার্য, জেলা পুলিশ সুপার অর্নব ঘোষ।
বীরভূমের জেলা পুলিশ সুপার শ্যাম সিং।ঝাড়খন্ডের পাকুর জেলার এসপি সুনীল ভাস্কর এবং ডিসি কুলদীপ চৌধুরী,দুমকা জেলার জেলা পুলিশ সুপার ওয়াই এস রমেশ,সাহেবগঞ্জ জেলার এডিসি,রাজমহলের ডিএসপি সুরেশ সিং।এছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেনক ফরাক্কা থানার আইসি উদয় শঙ্কর ঘোষ ও ফরাক্কার সমষ্টি উন্নয়ন আধিকারিক।
আরও পড়ুনঃ অভিযান চালিয়ে বেআইনী কাঠ উদ্ধার
জেলা শাসক ডাঃ পি উলগানাথন জানিয়েছেন যে,নির্বাচন কমিশনের নির্দেশ মত পশ্চিমবঙ্গের তিন জেলা এবং ঝাড়খন্ডের তিন জেলার আধিকারিকদের বৈঠক হয়েছে যেখানে বিভিন্ন ধরনের তথ্য আদানপ্রদান নিরাপত্তা বিষয়ক এবং বেআইনী কার্যক্রম রুখতে ব্যবস্থা গ্রহনের পরিকল্পনা করা হয়েছে।
মুর্শিদাবাদ জেলার জেলা পুলিশ সুপার শ্রী মুকেশ জানিয়েছেন যে,নিরাপত্তা নিঃশ্চিদ্র করতে প্রতিবেশী জেলা ও লাগোয়া রাজ্যের জেলা শাসক,জেলা পুলিশ সুপার,মহকুমা শাসক,মহকুমা পুলিশ আধিকারিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হবে।যেখানে তথ্য আদান প্রদান করা সম্মিলিত ভাবে নিরাপত্তা বেআইনী কার্যকলাপ বন্ধে গতি ত্বরান্বিত হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584