সুদীপ পাল, বর্ধমানঃ
আগামীকাল অর্থাৎ রবিবার থেকে বর্ধমান কাটোয়া রোডের রেল সেতুতে যান চলাচল নিয়ন্ত্রণ করবে রেল ও জেলা প্রশাসন। আগামীকাল সকাল ৬টা থেকে বর্ধমান কাটোয়া রোডের পুরনো সেতুর উপর দিয়ে মাঝারি, ভারী গাড়ি ও বাস চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে।
রেলের তরফে দাবি করা হয়েছে, গত ৮ সেপ্টেম্বর রাতে প্রায় ৯০ বছরের পুরনো সেতুর নিচের অংশের চাঁই ভেঙে পড়েছিল।
তারপরেই বৃহস্পতিবার রেলসেতুর দুদিকে আচমকাই লাগিয়ে দেওয়া হয়েছিল আড়াই মিটারের ‘হাইট বার’। রেলের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয় জেলা প্রশাসন। ‘হাইট বার’ তুলে দেওয়া হলেও নিরাপত্তার জন্য সম্পূর্ণভাবে আগামীকাল থেকে বন্ধ করা হচ্ছে গাড়ি চলাচল।
জানা যায়, ১৯৩০ সালে বর্ধমান থেকে কাটোয়া যাওয়ার জন্য সেতুটি তৈরি করা হয়েছিল। সেতুর নিচে রয়েছে আসানসোল, বোলপুর ও কাটোয়াগামী ট্রেন চলাচলের ব্যবস্থা।
রাজ্য পূর্ত দপ্তর ও রেল কর্তৃপক্ষ নয়ের দশকে সেতুটি দুর্বল বলে ঘোষণা করে। নতুন সেতু তৈরি পরিকল্পনা হলেও পরে পরিকল্পনাটি বাতিল হয়ে যায়।
আরও পড়ুনঃ বন্ধ থাকবে কুনুর সেতু
বাম সরকার দ্বিতীয় হুগলি সেতুর মত এখানেও ঝুলন্ত সেতু তৈরিতে উদ্যোগী হয়। পরে রাজ্যে ক্ষমতার পরিবর্তন হলে রেলের হাতে ২০১২ সালে রাজ্যের অংশীদারের টাকা তুলে দেওয়া হয়। এরপর কাজ শুরু হয়।
আপাতত ঠিক হয়েছে বাসগুলিকে বাজেপ্রতাপপুরের চারখাম্বায় দাঁড় করানো হবে। সেখানে নতুন সেতুর নিচে অস্থায়ীভাবে যাত্রী ও বাসকর্মীদের জন্য সুযোগ-সুবিধার ব্যবস্থা করবে প্রশাসন।
পালিতপুরের রাস্তা দিয়ে ভারী গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে। জেলা প্রশাসনের দাবি, ভোগান্তি কমাতে পালিতপুরের মুখে পুলিশ থাকবে। তাছাড়া কাটোয়া কালনা রোড, নবাবহাট মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584